৫ই মে ঐতিহাসিক গণহত্যা দিবস

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ০৫ মে, ২০১৫, ১২:১৩:৪৩ দুপুর

আসুন দেখি ৫ই মে ২০১৩সালের কিছু ছবি ।

আওয়ামীলীগ বলেছিল সেদিন কোন গুলি চলেনি । কতক লোক নাকি রং মেখে রাস্তায় শুয়েছিল । হেফাযত ইসলাম যাদের সেদিন হারিয়ে ছিল তাদের হত্যার কোন বদলা নেয়নি ।



২.



৩.



৪.



৫.



৬.



৭.



৮.



৯.



১০.



১১.



১২.



১৩.



১৪.



১৫.



১৬.



১৭.



১৮.



বিষয়: বিবিধ

১৮৪৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

318232
০৫ মে ২০১৫ দুপুর ১২:৩৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গুলি,ফাঁসি ও মরুভুমির বন্দিশালা থেকে ঐসব লাশের মিছিল
এখন মেঘের উপর সিঁড়ি তৈরির আয়োজন দেখছে। দেখছে
ফেরেস্তাদের চোখের পানিতে ভিজে যাচ্ছে তাদের নিজেদেরই
অদৃশ্য ডানা।
318233
০৫ মে ২০১৫ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : ১৩ নং ছবিতে দেখা যাচ্ছে কিছু হেফাজতি নিজ কান ধরে পালাচ্ছে

জননেত্রী বলেছেন , ওরা নাকি লাল রং মেখে শুয়ে ছিল ।

৭১ টিভির সমীরকনেও দেখা গেছে যে কেউ কেউ মরার ভান করে শুয়ে ছিল । আর যেই না মাত্র পুলিশ আসলো ওমনি উঠে দৌড় লাগালো ।
০৫ মে ২০১৫ দুপুর ০২:২৮
259526
আবু জান্নাত লিখেছেন : ৭১ টিভি তো অমানুষদের টিভি, যে ফুটেজ কেউ পেল না, একমা্ত্র তারাই ফেল, সাক্ষাতকার নিলেই পারতো বা অনুভূতি জিজ্ঞেস করলেই পারতো। তারাতো অনুভুতির দলে। মেকিং যুগে ভিড়িও মেকিং কো ফ্যাক্টরই না। তাই তো হাসিনা বুক ফুলিয়ে সংসদের দাড়িয়ে একথা বলতে সাহষ পেয়েছে। ধন্যবাদ।
318234
০৫ মে ২০১৫ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : ১৩ নং ছবিতে দেখা যাচ্ছে কিছু হেফাজতি নিজ কান ধরে পালাচ্ছে

জননেত্রী বলেছেন , ওরা নাকি লাল রং মেখে শুয়ে ছিল ।

৭১ টিভির সমীরকনেও দেখা গেছে যে কেউ কেউ মরার ভান করে শুয়ে ছিল । আর যেই না মাত্র পুলিশ আসলো ওমনি উঠে দৌড় লাগালো ।
318237
০৫ মে ২০১৫ দুপুর ১২:৫৩
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : হে আল্লাহ এর বিনিময়ে তোমার দ্বীন প্রতিষ্ঠা করে দাও এই জমিনে! আমিন!
০৫ মে ২০১৫ দুপুর ০২:১৬
259524
আব্দুল গাফফার লিখেছেন : আমিন
318252
০৫ মে ২০১৫ দুপুর ০২:২৭
ইবনে আহমাদ লিখেছেন : জাতি হিসাবে আমাদের উপর আল্রাহর গজব পাবার হকদার হয়েছি।
আমরা এই মানুষগুলোর জন্য কিছুই করতে পারি নি।
বরং যাদের ডাকে এই মানুষগুলো আসলো তারাও পরবর্তীতে তাদের রং বদলালো।
আপনাকে মোবারকবাদ।
318254
০৫ মে ২০১৫ দুপুর ০২:৩০
আবু জান্নাত লিখেছেন : মাজলুমের দোয়া/বদ দোয়া আল্লাহ তায়ালা বিফলে দেন না, নিশ্চয়ই কবুল করেন। সময়মত প্রতিদান ও দেবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File