হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তনের রহস্য কি ????????????????

লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১০ এপ্রিল, ২০১৫, ১০:০২:৪৩ রাত

স্ব-রাস্ট্র প্রতিমন্ত্রী দুপুরেও বলেছেন কামারুজ্জামান সময় চেয়েছেন । তিনি তখনও বলেননি যে তাকে সময় দেয়া হবে না ।



তাছাড়া রাস্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি ৭দিন পর্যন্ত সময় থাকার কথা । তাহলে কেন তড়িঘড়ি ? এ্যাম্বুলেন্স পর্যন্ত এসে হাজির ।

কাদের ইশারায় এমন সিদ্ধান্ত ? কারা সেই নেপত্য শক্তি ।

# কামারুজ্জামান কে আল্লাহর জিম্মায় সোপর্দ করিলাম ।

বিষয়: বিবিধ

১৪৩৩ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314146
১০ এপ্রিল ২০১৫ রাত ১০:৩১
প্রবাসী যাযাবর লিখেছেন : আলহামদুলিল্লাহ, আজ রাতে ফাঁসি হচ্ছেনা । কোনদিন যাতে না হয় । আগেই বলেছি কামারুজ্জামানকে আল্লাহর জিম্মায় সোপর্দ করেছি । Praying Praying Praying
314153
১০ এপ্রিল ২০১৫ রাত ১০:৪৪
মৃনাল হাসান লিখেছেন : আল্লাহ তার জন্য যে আয়ু বরাদ্দ রেখেছেন ততখন তিনি বেচে থাকবেন। কারো সাধ্য নেই তাকে হত্যা করে নির্ধারিত সময়ের আগে। রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে।
১০ এপ্রিল ২০১৫ রাত ১০:৫১
255168
প্রবাসী যাযাবর লিখেছেন : ধন্যবাদ আপনাকে । আল্লাহ যেন উনাকে বাঁচিয়েই রাখেন-এই কামনা করছি ।
314156
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:২১
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:২৯
255170
প্রবাসী যাযাবর লিখেছেন : সত্যিই চিন্তার বিষয় । পোষ্ট দেয়ার কিছুক্ষণের মধ্যেই সিদ্ধান্ত স্থগিত হল । সবই আল্লাহর ইচ্ছা । যাযাকাল্লাহ
314160
১০ এপ্রিল ২০১৫ রাত ১১:৫৯
মাটিরলাঠি লিখেছেন : মনে হয় তারা ভাবছে আজ দিলে শুক্রবারে দেয়া হয়ে যাচ্ছে। কিন্তু রাত হবার সাথে সাথে যে আরবী বার যে শনিবার হয়ে গেছে তাদের জানা নাই।
314168
১১ এপ্রিল ২০১৫ রাত ১২:৫৩
আহমেদ ফিরোজ লিখেছেন : সিদ্ধান্ত তো আসমানে হয়... জমিনে না..।
314175
১১ এপ্রিল ২০১৫ রাত ০১:২২
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সকল ক্ষমতার মালিক আল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File