আমি ৭১ এর মুক্তি-যুদ্ধ দেখিনি, তবে ১৩ সালের শাহবাগ দেখেছি
লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫৫:৫১ রাত
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
তাই বলতে পারিনা দেলওয়ার সিকদার কেমন লোক ছিলেন।
তবে দেলওয়ার হোসাইন সাঈদীকে আমি দেখেছি,
আমি দেখেছি তিনি অনর্গল কোরআন তফসীর করেছেন যা
একজন ধর্ষকের পক্ষে কখনই সম্ভব নয় ।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
তাই বলতে পারিনা কসাই কাদের কি রকম ছিলেন।
তবে আমি কাদের মোল্লাকে দেখেছি,
আমি দেখেছি মেধাবী ছাত্রটি যুদ্ধ পরবর্তী সময়ে কিভাবে
নিজেকে প্রতিষ্ঠিত করেছেন..
৩/৪ শ মহিলার ধর্ষণকারী হলে ৪১ বছর পর্যন্ত কোন
মামলা হল কেন ? কেন ? কেন ???
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
তবে আমি ফেলানী হত্যা দেখেছি
হত্যা করতে দেখেছি সাগর-রুনিকে
গুম হতে দেখেছি আলম-ইলিয়াছকে
দেখেছি মানিকের ধর্ষণের সেঞ্চুরী
আরো দেখেছি ৩৩ লক্ষ শেয়ারব্যবসায়ীর
কলিজাপুড়া মূলধনের লুটপাট ।
দেখেছি ঈমানদার বিডিআর জোয়ানদের
জবাই করতে ।
দেখেছি পদ্মা সেতুর ডিগবাজী ।
আমি মুক্তিযুদ্ধ দেখিনি
দেখেছি ১৩ সালের শাহবাগের জাগরণ
দেখেছি মিথ্যার ভিত্তির উপর দাড়ানো
গাজাখোঁর নাস্তিকের ডাকে নাচের আসর
দেখেছি ঈশ্বরের উড়ন্ত হাজার টাকার নোট
দেখেছি অরাজনৈতিক এর নামে
দলীয় ক্যাডারের দখলদারী
দেখেছি নারীর উলংগপনা, দেখেছি গাজার এবং
জোয়াখেলার আসর ।
আমি আরো দেখেছি এবং অঝর নয়নে কেঁদেছি
স্বয়ং আল্লাহ যাদেরকে সম্মান দেখাবেন বলেছেন
এমন সাদা দাঁড়ির মুসলিম বৃদ্ধের পবিত্র দাঁড়ির
সাথে বেয়াদবী করতে জাতির কুলাঙ্গার ছেলের ।
ঈমানটা আজ বড়ই দূর্বল, তাই
সব দেখেও আজ আমি অন্ধ-বধির-খোঁড়া ।
ঘৃণাই সম্বল, জানিনা কভু পাব কিনা
প্রভূর কৃপা থোঁড়া ।
বিষয়: রাজনীতি
১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন