১৩দপা দাবী আদায়ের লং মার্চে অংশগ্রহণ কারীদের জন্য ১৪ টি পরামর্শ :
লিখেছেন লিখেছেন প্রবাসী যাযাবর ০৩ এপ্রিল, ২০১৩, ১২:৪৭:২৩ দুপুর
১৩দপা দাবী আদায়ের লং মার্চে অংশগ্রহণ কারীদের জন্য ১৪ টি পরামর্শ :
হায়াত মওত আল্লাহর হাতে....যারা যাবেন তারা অতিরিক্ত যে গুলো সাথে রাখবেন ।
১. প্রতিটি গাড়িতে অন্তত একটি ফাষ্ট এইড বক্সসহ এমন একজন ব্যক্তি রাখুন যিনি প্রাথমিক চিকিৎসার ধারণা রাখেন । ঐ রকম বক্স বাংলাদেশে ৭/৮ শ টাকায় ওষুধ সহ পাওয়া যায় ।
২. প্রত্যেকেই অন্তত ১০টি করে খাবার স্যালাইন রাখবেন । মিনারেল ওয়াটারের বোতলে স্যালাইন মিশিয়ে তা পান করুন
৩. প্রতিটি গাড়ীতে একটি খাবার পানির ড্রাম ও একটি বা দুটি বদনা রাখুন...
৪. প্রয়োজনীয় টিসু পেপার বা ঢিলা সাথে রাখুন ।
৫. মোটা মোটা দড়ি রাখুন, যদি রাস্তায় গাছ ফেলে রাস্তা ব্লক করতে চায় তাহলে রশি বেধে গাছ টেনে রাস্তা পরিস্কার করতে হতে পারে..
৬. গ্যাস্টিকের ওষুধ সহ নিয়মিত খেতে হয় এরকম ওষুধ আগেই কিনে রাখুন.... ১ সপ্তাহের প্রস্ততি রাখবেন ।
৭. মোবাইলের বিকল্প ব্যাটারী রাখুন, প্রয়োজনে গাড়ির ব্যাটারী থেকে চার্জ করার বিকল্প জেক রাখুন । গাড়ি ঠিক করার সময়ই বলে রাখুন মোবাইলে চার্জ করাবার সুযোগ দিতে হবে ।
৮. কেউ নামাজের আগে ১ ঘন্টা আবার কেউ নামাজের পরের এক ঘন্টা মোবাইল খোলা রাখুন । এতে করে ব্যাটারীর চার্জ সেইভ হবে । অল্প কথায় সেরে ফেলুন ।
৯. একটি গাড়িতে যত জন থাকবেন প্রত্যেকের মোবাইলনং সংগ্রহে রাখুন এবং আলাদা কাগজ কলম রাখুন ।
১০. প্রত্যেকের গাড়ি থেকে একজন করে প্রবাসী এক্টিভিস্ট এর সাথে সার্বক্ষনিক আপডেট দিতে থাকুন যিনি বিশ্বমিডিয়ায় তা ছড়িয়ে দিবেন ।
১১ . অতিরিক্ত আবেগী হয়ে পড়বেন না । নিজ নিজ দলের দলনেতার আদেশ মেনে চলবেন । একা একা দলথেকে বিচ্ছিন্ন হবেন না ।
১২. জবানে জিকির জারী রাখবেন । অতিরিক্ত এবাদত হিসেবে প্রতিটি গাড়ির লোকজন যাবার পথে একলক্ষ পঁচিশ হাজার বার দোয়ায়ে ইউনুচ আদায় করতে পারেন ।
১৩. প্রতি গাড়িতে একটি টুথপেষ্ট বা জেল যেটা চোখের উপরে নীচে প্রলেপ দিয়ে রাখলে পুলিশের কাঁদানে গ্যাসের তীব্রতা থেকে কিছুটা হলেও সেইভ থাকা যায়... সাথে রাখুন ।
১৪. প্রত্যেকে ২ টি করে ডাব রাখুন একটি ৬ তারিখ সকালে খালি পেটে , অপরটি বিকালে পান করে নিবেন । গরমের জন্যই এই ব্যবস্থা ।
সর্বোপরি আল্লাহর উপর ভরসা করে আল্লাহর রহমতের আশা করে অহংকার মুক্ত হয়ে নেক নিয়তে যাত্রা শুরু করবেন । মনে রাখবেন বিশ্ব মুসলিমের দোয়া আপনাদের সাথে আছে...
আল্লাহ আপনাদের সহায় হোন....
লংমার্চ সফল হোক, মহাসমাবেশ সফল হোক..
http://www.facebook.com/photo.php?fbid=125328384323754&set=a.111618899028036.1073741827.100005397794075&type=1&theater
বিষয়: বিবিধ
১৪৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন