Bee আজব দেশ !!!

লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ১৯ মার্চ, ২০১৩, ০৪:২৩:১৩ বিকাল

সত্য যেথায় নিন্দণীয় মিথ্যা বেজায় ভালো

দিবা সেথায় ঘন আঁধার রাত্রিতে বেশ আলো,

চুরি করে হয়না চোরা ধরলে হয় চোর

মানুষ পায় মানহানি অমানুষ পায় জোড়।

হত্যা করলে হয়না খুন রং দেখে হয় খুনি

বিজ্ঞরা সব অজ্ঞ সেথায় অজ্ঞরা খুব জ্ঞানী,

আলেম হয় দ্বীনি অবুঝ জালেম সেথা দ্বীনি

পাপ সেথায় পূণ্য যেন পূন্যে হয়রানি।

ইসলাম সেথায় বিশের বাঁশি ধর্মহীনে স্বাদ

আস্তিকের জেল জুলুম নাস্তিকের রাজ-প্রাসাদ,

মুক্তি চেতনা একটি দলের ভিন্ন হলে রাজাকার

ইসলাম বিদ্বেষী সমাচার সব অন্যথায় নির্বিকার।

প্রাণ কেবলই রাজার লোকের অন্যরা নিম্প্রাণ

লক্ষ কোটি নিস্ফল সব একটি লোকের দান,

দাদা পাপীরা বেজায় খুশি মুসলিম হবে শেষ

জীবণ গেল শ্বসান ঘাটে তবু কাটেনা রেশ,

রাণী হাসে কুটনি হাসি এইতো আজব দেশ।...

- নবীণ ধুমকেতু

বিষয়: বিবিধ

১৪৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File