হলুদ রাজাকার !!!
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ০৫ মার্চ, ২০১৩, ১১:৩৩:৫৮ রাত
ঢাক ঢোল পিটিয়ে শিরোনাম ভরে
গেলালি তোরা নাস্তিকের জাগরণ,
লক্ষ্য কোটি প্রাণের সত্য ন্যায়ের জাগরণ
দেখালি মিথ্যের ফুল ঝুড়িতে তান্ডব আবরন।
তোরা মানুষ ! হারালি কেন বিবেক ভূষণ
সত্যকে মিথ্যায় ঢেকে এ কেমন চাটুকারি তোষণ ?
ধিক তোদের মমত্য বোধ অঙ্গ
বিবেক হীন তোরা অধিকাংশ হলুদ পতঙ্গ,
তোদের কলমের কালি রক্ত রাঙা লালে
তবে কি পড়লি ফাঁদে ওদের পাতা জালে ?
বাংলার হয়ে বাংলার মানুষ হত্যায় নির্বিকার
বিবেকহীন উন্মাদ তোরা হলুদ রাজাকার ।
মুসলিম হয়েও কলম করে নাস্তিক কলরব
ধীক্কার দেয় বাংলার মাটি বাংলার লোক সব,
ভেবে দেখ তুই কোটি হৃদয়ে কে পেয়েছে ঠাই
কে গড়েছে সত্য লিখে কোটি হৃদয়ে নীড়,
বাংলার মাটিতে ইসলাম সত্য বিজয়ী বীর।
এখনও সময় আছে শোধরে নেবার
আস্তাকুড়ে পড়ার আগে বিবেক জাগাবার,
নতুবা চিরতরে বাংলা ছাড়বি ত্যাজ্য হয়ে সবার
তুই রাজাকার তকমা ছাড় এবার হলুদ রাজাকার।
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন