দু মুখো সাপ !
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩৪:৪৮ সন্ধ্যা
বিধর্মীর ভক্ত ইসলামের জম
সংখ্যায় বেশী নয় নেহায়েত কম,
স্বার্থের কারনে এরা বহুরুপী
অন্তরে নাস্তিকতা বেশ ধরে সুফি।
ইসলাম বিদ্বেষী এরা সাজে নিরপেক্ষ
ধর্ম নেই কর্ম নেই ভাবে ভীষণ দক্ষ,
ইসলামের সত্রু এরা মোনাফেক ১নং
ভোটের জন্য পাল্টে যায় এদের গায়ের রঙ।
মুমিনের রক্তে রাঙা ওদের দুটি হাত
বাংলার মাটিতে ইসলাম ওদের ভীষণ বাঁধ,
ইসলামের অবমাননা করে নাকে দেয় খদ
কতই নির্লজ্জ পেতে ক্ষমতার মসনদ ।
হে তরুণ হে নবীণ প্রবীন
দেখ বাংলায় বেজেছে হেমিলনের বীণ,
প্রজন্মের ধোয়াঁ তুলে করছে সর্বনাশ
প্রকাশ যেন না পায় কভু মহাব্যর্থতার ফাঁশ।
ওরা কেড়ে নিতে চায় ঈমানী চেতনা
ধর্মহীনতায় নেই ওদের কোন মানা,
মুসলিমদের সাজা আর নাস্তিক পায় মাপ
ইসলামের দুষমন এরা- দু মুখো সাপ।
-- এই দু মুখো সাপ থেকে প্রত্যেক মুসলমানকে সজাগ থাকতে হবে। এরা জানে ভোটের রায় কাদের দ্বারা হয়,তাই এরা মুসলমান দাবি করে ভোট চাইবে।
বিষয়: বিবিধ
১২৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন