**== ক্ষমতার দাম্ভিকতা...
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪০:০৯ রাত
সত্যকে মিথ্যা করিস মিত্যা করে সত্য
পাপ পূন্যের বিভেদ ভুলে পাপাচারে মত্য,
সত্যকে হত্যা করে বলিস গণতন্ত্রের প্রথা
ক্ষমতার মোহে তোদের চরম দাম্ভিকতা।
ইতিহাস তোদের শিক্ষা দেয়নি করে জোর হাত
চোখের পানি ফেলে সেদিন চেয়েছিলি মাফ,
মুসলমানের ভোটে তোদের ক্ষমতার এই স্বাদ
দাড়ি টুপি ইসলাম আজ তোদের বড় বাঁধ।
সত্যের বেলায় হামলা মামলা মিথ্যের গুনগান
মুমিনকে হত্যা করিস আর নাস্কিত পায় মান,
চোরকে বলিস সাধু তার প্রকাশ করলে চোর
আধাঁর কেটে আসবেই মুক্তি আলোর ভোর।
আল্লাহ তুমি সহায় থেকো দেশের ক্রান্তিকাল
মুসলিম ভাই ধর্য্য ধরো ছেরোনাকো হাল,
কোটি হৃদয়ের সুপ্ত জ্বালা জ্বলছে হয়ে ধুমকেতু
দল মত উপেক্ষায় তাই গড়বো ভাতৃত্যের সেতু।
নাস্তিক তার দোষর মিলে করবে ইসলাম চেতনা স্তব্দ
নাস্তিকের সাথে তাই আজ ইসলামের পবিত্র যুদ্ধ।
বিষয়: বিবিধ
১২০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন