মরেই যদি যাবে তবে শুনো !!!
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ০২ মে, ২০১৩, ০৯:২৭:০৯ রাত
কি ভাবছো ? বেচে আছো ! কেউ কি বাচবে চিরকাল ?
জীবনে যার প্রভাত দেখছো দিন ফুরালেই মহাকাল,
সেই খোকন সোনা থেকে তুমি দীপ্ত যুবক
জীবন বন্দনায় সময়ের উন্মাদনায় নিয়েছ কতই ছবক।
কি এনেছিলে তুমি ? ভাবোতো কি নিবে তুমি ?
চোখ বন্ধ করেছো,কি দেখবে অর্থ সম্পদ ভূমি ?
তুমি শুনেছ ঐ আর্তনাদ,দেখেছ বাচার আকুতি ?
জেনেছো চির সত্য মৃত্যুর ওপারের ভয়াল পরিনতি !
মরেছেন তারা তোমারই আপন যারা,তুমিও অজান্তে দিন গুনছো
কেন মৃত্যুকে ভূলে মুক্তির পথ ফেলে শয়তানের ধোকা শুনছো ?
যে সু-পথ তোমাকে করেছে মহৎ নিয়েছো কি তার নাম
মহা সত্যের মহা মুক্তি শুধুই কোরআন হাদীস ইসলাম ।
মৃত্যু নিকটেই সময় ফুরালেই তুমি মানো কি না মানো
মরেই যদি যাবে তবে একটু শুনো ...
বিষয়: বিবিধ
২০৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন