শোকাহত হবো না ???
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২৪ এপ্রিল, ২০১৩, ১০:৫৭:৪৩ রাত
আমি শোকাহত হবো না !
আমি জানি শোকের পরে হয়তো নতুন করে শোক জন্ম নিবে ।
আমি দিবসকে পালন করবো না !
আমি জানি দিবস ফুরালে এ মর্মবেদনা রইবে না ।
আমি এক ফোটা অশ্রু ঝড়াবো না !
আমি জানি এ অশ্রু দিয়ে হৃদয়ের অনল কমানো যাবে না ।
আমি ওদের হয়ে কোন ক্ষতিপুরন চাইবো না !
আমি জানি জীবন বিনীময় আর কিছুই হতে পারেনা ।
আমি শুধু ওদের জন্যে সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করে যাবো...
বিষয়: বিবিধ
২৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন