বন্দিশালা
লিখেছেন লিখেছেন নবীণ ধুমকেতু ২১ এপ্রিল, ২০১৩, ০১:২১:৪৯ দুপুর
বন্দিশালা
[i]ঐ অদুরে তরুণ ঊষান
দেখ তোরা এ মুক্তি নিশান,
বাড়ছে প্রাণে ক্ষোভের জালা
ভেঙ্গে ফেললোহারশিকলবন্দিশালা।
কে বলেরে মাজলুম পড়ে চুড়ি বালা
কে পরাবি স্বাধিণ শিরে ফাসির মালা ?
ঠাই হবেনা তোদের ব্রিটিশ হাজত খানা
কে দমাবি বাংলা নবীণ মুক্তি সেনা ?
সত্যকে বল ঠেকায় কে মেরে তালা
বীরের দেশে বীর পড়বেই বীরের মালা।
কোথায় তোদের সমাজতন্ত্র সেকুলারিজম
বিশ্বের বুকে নিশ্বেষ তোদের মানব নিয়ম,
সত্যের কভু নেইতো ক্ষয় হয়না হরণ
মানবতার চির মুক্তি ইসলাম বরণ।
জেগেছে দেখ লক্ষ্ কোটি বীর মুজাহিদ
ধর্মের তরে বিলিয়ে প্রাণ হবে শহীদ,
উত্তাল এই অস্হ্রহীন বীরের মেলা
ভয় করেনা বুলেট গোলা বন্দিশালা !!!
বিষয়: বিবিধ
১১২১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন