কৌতুকটা পড়ে আমি একা একাই হাস্তে হাস্তে শ্যাষ
লিখেছেন লিখেছেন শিশির ভেজা ভোর ১৫ আগস্ট, ২০১৪, ১১:৫৩:১১ রাত
একরাতে রাজা আর রানী গল্প করতে করতে কথায় কথায় রানী বলে ফেললেন -
রানীঃ সব স্বামীরাই বউয়ের কথা শোনে।
রাজা রানীর কথায় একমত হলেন না। তখন তারা একে অপরের সাথে তর্ক করতে শুরু করে দিল। এক পর্যায় রাজা রানীকে বললেন -
রাজাঃ ঠিক আছে কালই প্রমাণ হয়ে যাবে কে কার কথা শোনে।
পরের দিন রাজ্যে ঘোষণা করা হল "সব বিবাহিত প্রজাদের জন্য রাজা এক বিশেষ পুরস্কারের ব্যবস্থা করেছেন" তখন সব বিবাহিত প্রজার হুড়োহুড়ি দিয়ে রাজপ্রসাদের সামনে হাজির হলো। রাজ দরবারের সামনে দুইটা সাইনবোর্ড লাগানো হলো ১টা যারা বউয়ের কথা শোনে তাদের লাইন আরেকটা যারা বউয়ের কথা শোনে না তাদের লাইন। তখন সবাই
ঠেলাঠেলি করে যারা বউয়ের কথা শোনে সেই লাইনে গিয়ে দাড়ালো কিন্তু বল্টু বেচারা যারা বউয়ের কথা শোনে না সেই লাইনে গিয়ে দাড়ালো। রাজা হেরে গিয়েও একদিক থেকে খুশি হলেন যাক রাজ্যে এক বান্দা তো আছে যে বউয়ের
কথা শোনে না। তখন রাজা কৌতুলি হয়ে বল্টুকে জিজ্ঞেস করলঃ কি ব্যাপার তুমি এই লাইনে এসে দাড়ালে কেনো?
তখন বল্টু বললো.....
বল্টুঃ আমার বউ আমাকে বেশি হুড়োহুড়ির মধ্যে যেতে নিষেধ করেছে....!
বিষয়: বিবিধ
১৯৪৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শালার যতোসব হারামী-বউ-পাগলার দল, বউগো রাস্তার কামে লাগাইয়া সব ঘরে বইয়া ভাত রাইন্ধ্যা বউগো খাওয়ায়না যে ক্যান শালারা!
একদম ঠিক আছে বাংলাদেশে, এই শালারা বউ-পাগলা বইলাই বউরা আইজক্যা দ্যাশের শাসনকর্ত্রী।
শালার যতোসব মাইগ্যা জাতি, ক্যান যে জন্মাইছিলাম!
রেল লাইনে বডি দেবো মাথা দেবো না!
মন্তব্য করতে লগইন করুন