ইহাকেই বলে ভালোবাসা Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন শিশির ভেজা ভোর ০৭ আগস্ট, ২০১৪, ০৬:৫৬:৫৭ সন্ধ্যা

-ছেলেঃ আমাকে তুমি বিয়ের পরেও এভাবেই ভালোবাসবে?

-মেয়েঃ ভালোবাসা? সেটা আবার কি? আমি তোমাকে ভালো-টালো বাসতে পারবো না...

-ছেলেঃ অবাক হয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে রইল।

মেয়েঃ আমি তোমাকে ভালবাসতে পারব না,

তবে তুমি যখন দেরি করে বাড়ী ফিরবে, আমি রাত জেগে তোমার জন্য বসে থাকতে পারি...।

যখন বৃষ্টিতে ভিজে আমাকে sorry বলবে আমি বকা দিতে দিতে তোমার মাথা মুছিয়ে দিতে পারি...

তুমি যখন জ্বরের ঘোরে বেহুঁশ হয়ে থাকবে আমি তোমার

হাত ধরে বসে থাকতে পারি...

তুমি যখন কাজের চাপে ঘন্টার পর ঘন্টা Computer এর সামনে বসে থাকবে আমি খাবার

Table এ তোমার জন্য অপেক্ষা করতে পারি...।

আর কত ভালোবাসতে বলো আমাকে?

বিষয়: বিবিধ

১৫০৭ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

252021
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০২
মোহাম্মদ লোকমান লিখেছেন : এর চেয়ে বেশী রাখার ও তো যায়গা পাবে না। Happy
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
196165
শিশির ভেজা ভোর লিখেছেন : ভালোবাসার শেষ নাই ভাই। Love Struck Love Struck Love Struck
252022
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:০৪
আহ জীবন লিখেছেন : তুমি যদি বল তোমার সুখের জন্য তোমাকে আমার ছেড়ে যেতে হবে তবে............?
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
196166
শিশির ভেজা ভোর লিখেছেন : Hypnotised Hypnotised Hypnotised Broken Heart Broken Heart Broken Heart
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫২
196170
আহ জীবন লিখেছেন : টাসকি খায়া গেলেন নাকি? এটা ভালো বাসার সর্ব উচ্চ স্তর।
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৫
196175
শিশির ভেজা ভোর লিখেছেন : তবে তাই করবো Love Struck Love Struck
০৭ আগস্ট ২০১৪ রাত ০৮:২০
196182
আহ জীবন লিখেছেন : মুখে বললেই হবে না। কাজে প্রমান করতে হবে। তারও আগে নিজের মনকে প্রস্তুত করে নিতে হবে।
০৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৩৭
196189
শিশির ভেজা ভোর লিখেছেন : হ হ হ হ Talk to the hand Talk to the hand Talk to the hand
০৭ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৮
196190
আহ জীবন লিখেছেন : বিরক্ত হইলেন মনে হয়?
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:০০
196192
শিশির ভেজা ভোর লিখেছেন : ধুর মিয়া খালি ত্যানা প্যাচায় Frustrated Frustrated
০৭ আগস্ট ২০১৪ রাত ১০:০৮
196209
আহ জীবন লিখেছেন : ও আচ্ছা বুঝছি আপনে বিরক্ত হইচেন।
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:২৯
196335
শিশির ভেজা ভোর লিখেছেন : না বিরক্ত হবো কেনো? আসেন আপনারে চুমাই
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫১
196367
আহ জীবন লিখেছেন : বাহ আপনি দেখছি বেশ খুশি হইতেছেন। ওইটা জেন্ডারের উপর নির্ভর করবে।

আগেরটা মুছে দিয়েন।
252035
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪২
দুষ্টু পোলা লিখেছেন : Love Struck Love Struck Love Struck
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
196172
শিশির ভেজা ভোর লিখেছেন : ভাবি ভালো? Love Struck Love Struck
252037
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
ভিশু লিখেছেন : ভাইয়া, বিয়ের (মানে এখন চলতে থাকা বিজ্ঞাপন-বিরতির) পরের পর্বটি দিবেন ১টু প্লিজ, অনেক পুলক নিয়ে বসে রইলাম কিন্তু...Rolling Eyes Hurry Up
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
196173
শিশির ভেজা ভোর লিখেছেন : দেখি চেষ্টা চালামুনে Love Struck Love Struck
252041
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫১

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 9368

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> আমি মেঘ হবো লিখেছেন : আর কত ভালোবাসতে বলো আমাকে? Surprised Surprised Surprised ছেলেদের আসলে লোভ বেশী এত ভালোবাসে মেয়েরা তাও তাদের মন ভরে না। Time Out Time Out Time Out
০৭ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৪
196174
শিশির ভেজা ভোর লিখেছেন : হ মন ভরে না। Smug Smug Love Struck Love Struck Love Struck
252065
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:০১
বাজলবী লিখেছেন : ধন্যবাদ
০৭ আগস্ট ২০১৪ রাত ০৯:৩১
196203
শিশির ভেজা ভোর লিখেছেন : সেম টু ইউ Love Struck Love Struck
252125
০৮ আগস্ট ২০১৪ রাত ১২:১৯
বৃত্তের বাইরে লিখেছেন : কপাল ভাল ছেলেকে হিমালয় চূড়া থেকে লাফ দেয়া, আগুনে ঝাঁপ দেয়া, যমুনা নদী সাঁতরে পার হওয়ার মত কোন শর্ত দেয়নি Whew!
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:১১
196327
শিশির ভেজা ভোর লিখেছেন : একটি মেয়ের মন পেতে ছেলেরা সব করতে পারে সব। চাঁদকে হাতের মুঠোয় নিয়ে আসে আর তো হিমালয় আর নদী। Love Struck Love Struck
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:১৬
196329
কাহাফ লিখেছেন : হ্যা...........।
০৯ আগস্ট ২০১৪ সকাল ০৬:১৪
196558
বৃত্তের বাইরে লিখেছেন : হুম... সিনেমায় এমন দেখা যায় @শিশির ভেজা ভোর
252142
০৮ আগস্ট ২০১৪ রাত ০২:৫৮
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ।
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:১২
196328
শিশির ভেজা ভোর লিখেছেন : জীবনে এমন করেছেন কারো জন্য ? Smug Smug Love Struck Love Struck
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩০
196378
আফরা লিখেছেন : না করি নাই তো.......।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৩
196381
শিশির ভেজা ভোর লিখেছেন : Broken Heart Broken Heart করতে ইচ্ছে করে না? Smug Smug
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৪
196383
আফরা লিখেছেন : এখনো এমন করে ভাবি না ।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৬
196384
শিশির ভেজা ভোর লিখেছেন : কেনো ভাবনার বয়স হয়নি? Surprised
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৮
196385
আফরা লিখেছেন : আর বলতে চাই না ।
০৮ আগস্ট ২০১৪ দুপুর ০২:৩৯
196386
শিশির ভেজা ভোর লিখেছেন : ও বুঝছি শরম পাইছেন Love Struck Love Struck
252197
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:১৭
কাহাফ লিখেছেন : অনেক ধন্যবাদ...।
০৮ আগস্ট ২০১৪ সকাল ১১:২৯
196336
শিশির ভেজা ভোর লিখেছেন : কিছু বুঝলেন? Smug Smug
১০
263754
১০ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪১
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : ওঁ আমার প্রান পাখি ময়না...... Thumbs Up অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File