তুমিইত বলেছ তুমি আমার....
লিখেছেন লিখেছেন এমদাদুছ্ল হক এমরান ০৮ জুলাই, ২০১৩, ১২:৫৫:৪৫ দুপুর
জীবন প্রারম্ভে ডেকেছ তুমি,
প্রনয়ের বারতা হাতে।
ছেয়েছ এক নিশ্ছিদ্র পথ,
আমাকে দেখিয়ে দিতে।
-
দিগন্তে চলার নেশায় তখন,
পারিনি দিতে সাড়া।
বেলা ফুরাতেই পৌছাতে হবে,
তাই ছিল বেশ তাড়া।
-
চলছি চলছি, ও কিযে ক্লান্তি,
পারছিনা একা যেতে।
বোধ করছি তাই, তোমাকেই প্রয়োজন,
চলার সঙ্গী হতে।
-
দিগন্তে চলার পথ পরিক্রমায়,
থমকে দাড়ালাম, তোমার প্রতীক্ষায়।
তুমি কোথায়? জলদি আস,
আমাকে অনেক বেশী ভালাবাস।
-
রাঙ্গনো রবি যাচ্ছে, অস্ত চলে,
এখনো তুমি নাহি এলে।
কার জন্য তোমার এতটা দেরি?
অদুরের কোন যুবক কি তোমায় রাখছে ধরি?
-
তা কি করে হয়,
তুমিইত বলেছ তুমি আমার, আর কারো নয় ।
বিষয়: বিবিধ
১৭৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন