সাবধান!!! বিদেশ থেকে অপরিচিত নাম্বার থেকে মিসড কল আসলে ব্যাক করবেন না।

লিখেছেন লিখেছেন এমদাদুছ্ল হক এমরান ১৩ এপ্রিল, ২০১৩, ০২:৪৪:৩৪ দুপুর

সম্প্রতি আপনি হয়ত বিদেশ থেকে অপরিচিত নাম্বার থেকে মিসড কল পেতে পারেন কিন্তু সাবধান ভুলেও কল ব্যাক করবেন না। তাহলে খুব অল্প সময়েই আপনার ব্যালেন্স ফাকা হয়ে যেতে পারে।

গতকাল আমার এক কলিগের মোবাইলে +২৩৯২২০৪০৭৫ এই নাম্বার থেকে কয়েকটি মিসড কল আসে, সে ভাবে তার বিদেশী কোন বন্ধু মিস করেছে। অগত্য সে কল ব্যাক করল এবং ওই প্রান্ত থেকে কেউ এক জন কল গ্রহন করে হেলপ! হেলপ!! হেলপ!!! বলতে বলতে তিন মিনিটেই লাইনটা কেটে যায় আর ততক্ষনে তার মোবাইলের টাঃ ১৫০০/- পুরোটাই গায়েব হয়ে যায়। এ ব্যাপারে মোবাইল অপারেটরের সাথে যোগাযোগ করা হলে তারা ও কোন সদুত্তর দিতে পারেনি তবে এরকম হতে পারে বলে জানিয়েছেন।

তাই সাবধান!!! বিদেশ থেকে অপরিচিত নাম্বার থেকে মিসড কল আসলে কল ব্যাক করবেন না।

বিঃ দ্রঃ নাম্বারটি এরকম ও হতে পারে- +৯৬০৯০০৪০৪০, +৯৬০৯০০৪৩৩০ । তাই এই দুটি নাম্বার থেকে আমার মোবাইলে মিসড কল আসলেও আমি ব্যাক করছি না।

বিষয়: বিবিধ

১৪৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File