সাকা চৌধুরীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা
লিখেছেন লিখেছেন গঞ্জিকা সেবক ১৮ মার্চ, ২০১৩, ০৫:১৮:৪০ বিকাল
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে কারাগারে যৌন হয়রানির অভিযোগে মামলা হয়েছে। আজ সোমবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি হয়।
আদালতের বিচারক আহসান হাবিব মামলাটি তালিকাভুক্ত করে তদন্তের জন্য জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। একই সঙ্গে এ মামলার পরবর্তী শুনানির তারিখ ২০ মে ধার্য করেন।
মামলার আরজিতে বলা হয়, মানবতাবিরোধী মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরী আটক হওয়ার পর তাঁকে আদালত ডিভিশন দিয়ে কাশিমপুর কারাগার পার্ট-১-এ স্থানান্তর করেন। এ সময় তাঁর সেবক হিসেবে কারাগারের এক বন্দীকে নিয়োগ দেয় কারা কর্তৃপক্ষ। ওই সেবক যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। কিন্তু সালাহউদ্দিন কাদের ওই ব্যক্তিকে মুক্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাঁকে যৌন হয়রানি করেন। ওই ব্যক্তির বাবা বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানালে কর্তৃপক্ষ সেবককে ময়মনসিংহ কারাগারে পাঠায়। আজ ওই ব্যক্তির বাবা গাজীপুর আদালতে এ বিষয়ে মামলা করেন।
কারাগারের পার্ট-১-এর কারাধ্যক্ষ নেছার আলম বলেন, ওই সেবককে জানুয়ারি মাসে সালাউদ্দিন কাদের চৌধুরীর কক্ষ থেকে সরিয়ে ময়মনসিংহ কারাগারে পাঠানো হয়েছে। অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। গতকাল রোববার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ঢাকায় পাঠানো হয়। (সূত্রঃ দৈনিক প্রথম আলো)
বিষয়: রাজনীতি
১১৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন