স্বাধীনতা বিরোধীদের কত রক্তের প্রয়োজন?
লিখেছেন লিখেছেন গঞ্জিকা সেবক ০১ মার্চ, ২০১৩, ১১:২৪:৩৫ সকাল
জামাত নেতা সাঈদির ফাঁসির রায় ঘোষনার পর পর সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি করা হলো ৭১ এর পর জাতী আর একটি রাজাকারী রক্ত পিপাসুদের তান্ডব দেখল। নির্বিচারে ভাংচুর, পুলিশের ওপর হামলা, থানায় অগ্নি সংযোগের চেষ্টা, পুলিশ ক্যাম্পে পুলিশ হত্যাকান্ড। সাধারণ ধর্মী ভীরু লোকজনকে ধর্মের দোহাই দিয়ে বিভ্রান্ত করে দলে ভিড়িয়ে পুলিশের সাথে গন্ডগোলে লেলিয়ে এই রক্তের খেলা কবে শেষ হবে এই দেশে থেকে কে জানে? ওই লোকগুলো জানে না ৭১ এর সাঈদির কু-কিত্তির কথা। আজ মুখে দাড়ি রেখে মাথায় টুপি পরলেই ধোয়া তুলসি হওয়া যায় না।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন