ব্লগার থাবা বাবা হত্যায় ৫ শিবির নেতা গ্রেফতার !

লিখেছেন লিখেছেন প্রধানমন্ত্রী ০২ মার্চ, ২০১৩, ১১:১০:১২ সকাল



ব্লগার রাজিব হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নর্থসাউথ ইউনিভার্সিটির ৫ ছাত্রকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিএমপির গোয়েন্দা বিভাগের এডিসি মশিউর রহমানের নেতৃত্বে একটি দল শুক্রবার রাতে তাদের গ্রেফতার করে। এরা হলো-ফয়সাল, মাকসুদ হাসান অনিক, এহসান রেজা রুম্মান, নাঈম শিকদার, নাফিস ইমতিয়াজ।

এসময় তাদের কাছ থেকে ২টি চাপাতি, ৪টি চাকু, ১টি বাইসাইকেল, ৭টি সেলফোন জব্দ করা হয়েছে।

তাদের পরিচয় নিয়ে কোন মিডিয়া তেমন কোন তথ্য না দিলেও আমি মনে করছি, গ্রেফতারকৃতরা কোন না কোনভাবে জামায়াত শিবেরের রাজনীতির সঙ্গে জড়িত। তাদের রিমান্ডে নিলেই তাদের সঙ্গে জামায়াত শিবিরের রাজনীতির তথ্য বের হবে।

সূত্র : http://www.banglanews24.com/detailsnews.php?nssl=f8b5e431cff21a61bd97219510fd08a0&nttl=02032013178182

বিষয়: বিবিধ

১০৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File