-: আগুন ঝরা শাহবাগ :-

লিখেছেন লিখেছেন বিজয়_২০২০ ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:১৭:৪৭ দুপুর

ফাগুনের এমন আগুন,এমন জনসমুদ্র,

দেখেছো কি কখনো আগে?

হ্যাঁ দেখেছি দেখেছি,বায়ান্নতে,

আরও দেখেছি ৪২বছর আগে,সেই একাত্তরে!

এক তর্জনী হয়েছে আজ লক্ষ তরুণের হাত,

মুখে মুখে শ্লোগান,চোখে চোখে আগুন,

হাতে প্রজ্জ্বলিত মোম আর কণ্ঠে প্রতিবাদ!

ত্রিশ লক্ষ শহীদের রক্তনদী,আজ মহাসমুদ্র নাদ!

শিশু-যুবা-বৃদ্ধ,সর্বস্তরের মানুষ,যাই বল,

সবার মুখে একই উচ্চারন,চল,শাহবাগ চল!

ফিরবো না আর করেছি কঠিন পণ,

বিচারে ফাঁসী,নয়তো দেবো না ভঙ্গ রণ!

জেগেছে জনতা,ভীরু নয় আর তারা,

বেইমানী নয় তাঁদের সাথে,জীবন দিয়েছে যারা,

তুই রাজাকার,তুই রাজাকার,তুই রাজাকার,

দাবী একটাই,ফাঁসী শুধু ফাঁসী,বিকল্প নাই আর!

সুত্র:- ২৪এল,এন,পি

বিষয়: বিবিধ

১০০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File