খালেদাকে হত্যার ইচ্ছা ‘প্রজন্ম চত্ত্বরে’র

লিখেছেন লিখেছেন বাংলাদেশ ০২ মার্চ, ২০১৩, ১২:১৯:১৭ দুপুর

বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা করার ইচ্ছা প্রকাশ করেছে শাহবাগ মোড়ের সরকার সমর্থক আন্দোলনকারীরা।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিএনপি ও জামায়াত নেতাদের ফাঁসি এবং জামায়াত নিষিদ্ধ চেয়ে এই বিক্ষোভকারীরা শাহবাগ মোড়কে ‘প্রজন্ম চত্ত্বর’ নামে আখ্যা করে আসছে। সাবেক ছাত্রলীগ নেতা ডা. ইমরান এইচ সরকারকে সামনে রেখে ছাত্রলীগ ও সমমনা ছাত্র-যুব সংগঠনগুলোর গণজাগরণ মঞ্চ থেকে চলছে থেমে থেমে অবস্থান কর্মসূচি।

শুক্রবার রাতে ‘প্রজন্ম চত্ত্বরে’র ফেসবুক পেজে একটি স্টাটাসে বলা হয়, ‘আমি রাগে অনবরত কাপতেছি/ক্ষোভে অভিমানে ভাষায় প্রকাশ করতে পারবোনা/দেশে গণহত্যা চালাচ্ছে সরকার!!! - খালেদা জিয়া/আমার মন চাইতেছে খালেদারে মাইরা গণহত্যা শুরু করি।’’

(http://www.facebook.com/PrajanmaChattar/posts/502476876476063)

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় কেন্দ্র করে, একে ‘চরম অবিচার’ দাবি করে আন্দোলনে নামে সাঈদী ভক্ত ও জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা। ফেব্রুয়ারির শেষ দিন থেকে শুরু করে আজ শুক্রবার এ পর্যন্ত পুলিশ-র‌্যাব ও বিজিবির গুলিতে অন্ততপক্ষে ৬৬ জামায়াত-বিএনপি নেতা-কর্মী ও সাধারণ মানুষ নিহত হয়। বিক্ষোভকারীদের হাতে নিহত হন ৪ পুলিশ সদস্যও।

এছাড়া গত ৫ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশের গুলিতে ২০ দিনে খুন হয়েছেন ২৪ জন।

দেশে এমন সহিংস পরিস্থিতির বিষয়ে শুক্রবার দলের অবস্থান জানান দিতে গিয়ে এক সংবাদ সম্মেলনে খালেদা জিয়া বলেন, ‘সরকার যে ভয়াবহ অবস্থার দিকে দেশকে ঠেলে দিচ্ছে, গণহত্যায় মেতে উঠেছে, তাতে দেশের দায়িত্বশীল সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমরা নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারি না।’

বেগম জিয়া বলেন, ‘এ ধরনের গণহত্যার বিরুদ্ধে দাঁড়িয়েই আমরা ১৯৭১ সালে মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম। সেই স্বাধীন দেশে আবার অন্য কোনো অজুহাতে কখনো কোনো সরকার গণহত্যার পথ বেছে নেবে তা আমরা মেনে নিতে পারি না। আমি এই মুহূর্তে এই গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি।’

এরপর থেকে প্রজন্ম চত্বর পেজ থেকে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নোংরা আক্রমণমূলক কুরুচিপূর্ণ ছবি, স্ট্যাটাস পোস্ট করা হচ্ছে।

সূত্র : http://www.rtnn.net//newsdetail/detail/1/1/59651#.UTGY0TDvuSo

বিষয়: বিবিধ

১০১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File