শেখ হাসিনার আম গাছে দেখলাম মুকুল ধরেছে কিন্তু বিকালে দেখি আকাশে কাল মেঘ ।।

লিখেছেন লিখেছেন সাহারার বালুকনা ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:৫৯:৪২ দুপুর

বসন্তের আগমন হয়েছে এইতো কদিন হলে। অফিসে আসার পথে গণভবনের আমগাছগুলোতে দেখলাম মুকুলে সোনালী বর্ণ ।

যেহেতু শেখ হাসিনার অন্তরমহলের ভিতরে তাই তিনি আমার আগে অবলোকন করেছেন। হয়ত তিনি আশা করেছেন বস্তা ভরা আম সুন্দর ঘরে তুলবেন। কিন্তু আমরা জানি এই সময়ের মুকুলে যদি আকাশের পানি পরে তাহলে মুকুলে এক প্রকার রোগ দেখা দেয়

এবং আমের ফসল আশানুরূপ হয় না ।

শাহবাগে আসর চলছে প্রায় এক পক্ষ। উদ্দেশ্য এখান থেকেই আগামী মেয়াদের জন্য ক্ষমতায় যাওয়া । কিন্তু শাহাবাগের ফল পাকঁতে দরকার আট মাস । যার রক্ষনাবেক্ষণের জন্য প্রতিদিন ব্যয় প্রায় আট কোটি টাকা। এত বিনিয়োগ করে ফল পাকার আগেই যে পঁচন ধরবেনা আমি তার ভরসা পাই না।

বিষয়: রাজনীতি

১৩৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File