একটি প্রশ্ন?
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ১২ মে, ২০১৬, ০৯:৩৯:৫৪ সকাল
আচ্ছা, সম্মানীত বাংলার মানুষ আপনারা কেউ কি বলতে পারেন?
বাংলাদেশ সেনাবাহিনীর কাজটা কি?
বিষয়: বিবিধ
১৪৫৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এটাই একমাত্র কাজ নয়। তব. অন্যতম।
ডিফেন্সে যারা চাকুরী করে, তাদের জন্য পাত্রী, পাত্রীর বাবা মাসহ হদানা গোষ্ঠী দেওয়ানা হয়ে থাকে। এখানেই তাদের বিরাট সফলতা।
সেনাদের সবচেয়ে বড় কাজ, বাইরের শত্রু থেকে দেশকে রক্ষা করা। তাদের বসিয়ে বসিয়ে খাওয়ানো হচ্ছে এই জন্য, কখন দেশ দখলে চলে যায় বা হামলা হয়।
তবে তাদের অভ্যন্তরীণ কাজ অনেক।
মূলত এখন পোলাপান সেনাবাহিনীতে যায়ই মিশনে যাবার জন্য।
মিশনে এরা দুইগ্রুপের কাইজা থামিয়ে রাখতে যায় , যুদ্ধ করতে না। আর তলে তলে এরা পরাশক্তিদের লুটপাট পাহারা দিতেই সেখানে যায়।
আজ যদি আন্দামানের পোলাপানেরা বাংলাদেশকে আক্রমন করে বসে তাহলে সেনাবাহিনী মাঠে নামতে ৬/৭ মাস লাগাবে । কৃষক শ্রমিক জনতাদের এত টাইম পাস করার সময় নাই।
মন্তব্য করতে লগইন করুন