তিনটি ঘটনা

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২৭ জানুয়ারি, ২০১৫, ০৫:২৪:২০ সকাল

Beeবিএনপি

আমাদের বাড়ী, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায়৤ গারো পাহাড়, আর নিদারুন প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি৤ নদ-নদী আর খালবিলে চারদিক সুশোভিত৤ এর মধ্যে গারো পাহাড়ের কোল ঘেষে থাকে বিভিন্ন উপজাতি, তার মধ্যে গারোই বেশি৤ আসলে এদের বুদ্ধি-শুদ্ধি তুলনামূলক ভাবে একটু কম৤ অবশ্যই এখন তারা পরাশুনায় মন দিতে শুরু করেছে৤ বেশ শিক্ষিতও হতে চলছে তারা৤ তারা এখন বলে আমরা এখন সিক্ষিত হইছি আগে খইতাম থৈর এখন খই থের৤(অর্থ্যাৎ আগে বলতাম তৈল এখন বলি তেল) কিন্তু বেশিরভাগই এখনো সহজ সরল, সেই তুলনায় বাঙলা ভাষীরা একুট চালাক বা ধূর্ত প্রকৃতির, নানা ভাবে তারা গারোদের ঠকায়৤ একদিন হল কি জানেন?

এক বাঙ্গালী এক গারোর বাড়ী হানা দেয়, তার পরে তার কাজ কাম সেরে চলে আসে৤ পরে গারোর চেচামেচি শুনে, পাশের বাড়ীর আরেক বাঙ্গালী সেখানে গেল আর জিজ্ঞেস করল, ঘটনা কিরে গারো?

গারো বলল, ঘটনা হইছে… এক বাঙ্গালী হামার ঘরে ঢুকল৤

-তারপর..?

-তারপর আস্তে আস্তে আমার বিছানার দিকে গেল৤

-পরে..?

-পরে আমার বিছানার কাছে যেয়ে মশারী তুলে ঢুকে পড়ল৤

-পরে..?

-পরে আমার বউয়ের সাথে … কাম কাজ করে চলে গেল৤

-তু্ই কিছু বললি না?

-বলছি

-কি বলছিস?

-যখন কাম-কাজ করে চলে যায় তখন বলছি,

আরে সালা বাড়ীতে কি তর বহুউ নাই রে?

2

Worriedআওয়ামী লীগ

আপনারা জানেন যে, গারোদের একটু বুদ্ধি-শুদ্ধি কম৤

এক দিন হল কি এক বাঙ্গালী, আরেক গারোর বাড়ীতে যেয়ে কাঠাল চুরি করল৤যেই না চুরি করতে গেল আর অমনি গারোদের হাতে ধরা খেয়ে গেল৤ কোমরে দড়ি দিয়া বাইন্ধা বাঙ্গালীরে নিয়ে গেল গারোদের সর্দারের কাছে আর বলল,

-সর্দার, এই বাঙ্গালী সালা হামার গাছের কাঠাল চুরি করছে, আমি সালাকে ধরে ফেলেছি এখন তুই এর বিচার কর৤

-সর্দার বলল

-ওই বাঙ্গালী, তুই ওর গাছের কাঠাল চুরি করলি কেন?

বাঙ্গালী কোন উপায় না দেখে বলল,

-আমার ভুল হয়ে গেছে সর্দার, আমারে মাফ করে দে৤

-সর্দার বলল,

তুই মাফ চাইলি মাফ করে দিলাম৤তয় কাঠাল চুরি করলি কেন বল হামারে৤

বাঙ্গালী বলল আমারে মাফ করে দে সর্দার৤

সর্দার আবার বলল,

-আচ্ছা তুই মাফ চাইলি মাফ করে দিলাম তয় কাঠাল চুরি করলি কেন?

m/জামায়াত

নালিতাবাড়ী উপজেলার ’বাঘবেড় কলস পাড়’ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের৤ দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন৤ গারোদের ভোট পেত একচেটিয়া৤ কাদের চেয়ারম্যান ছাড়া আর কাউকেই তারা ভোট দিত না৤ কেউ তার ধারে কাছেই ঘেষতে পারত না৤ কাদের চেয়ারম্যান গারোদের কাছে ছিল দেবতা সমতুল্য৤ কারণটা হইল, আপনার জানেন গারোরা একটু বোকা-সোকা৤ এই ধরেন গারোরা বাজারে এল আর আপনার কাছ থেকে বেগুন কিনবে, আপনি অন্যদের কাছে বেগুন বিক্রি করছেন ৫টাকা কেজি৤ গারো দেখেই আপনি বললেন ৬টাকা , তাতে কোন অসুবিধা নেই তবে মাপের পরে তাকে তার নিজ হাত দিয়ে আর একটা বেগুন বেশি নিতে দিতে হবে আর তাতেই গারো বেজায় খুশি৤ আরে বাঙ্গালী বহুত ভাল লোক একটা বেগুন বেশি নিয়ে আসলাম তাও কিছু বললনা৤ কিন্তু আপনি দাম যে ৬টাকা নিলেন তাতে কিছু অসুবিধা নেই৤

ঠিক কাদের চেয়ারম্যান যখন গারোদের গম বা চাউল দিতেন তখন এই ভাবেই দিতেন৤ একবার হল কি ? সয়াবিন তেল আসল মাথা পিছু ২কৌটা করে৤ এটা খবর হলে সব গারো দলে দলে আসতে শুরু করল আর বলতে লাগল, ঐ চেয়ারম্যান থের নাকি আসছে কই থের (তেল) দে৤ চেয়ারম্যান সাহেব বললেন যা গুদামে আছে নিয়ে নে৤ গারো বলল কতটুকু থের নিব৤ চেয়ারম্যান সাহেব বললেন ১কৌটা আসলে কিন্তু পাবে ২কৌটা কিন্তু ঐ যে গারো নিজের হাত দিয়ে একটু বেশি নিবে, গারো করল কি দেড় কৌটা নিয়ে গেল আর বলল চেয়ারম্যান দেড় কৌটা নিলাম৤

-আচ্ছা নিয়ে যা৤

রাস্তা দিয়ে গারো যায় আর কয়, কাদের চেয়ারম্যানরে ভোট দিতাম না কারে ভোট দিতাম, এক কৌটার জায়গায় দেড় কৌটা নিয়ে গেলাম তাও কিছু কইল না৤ আর এদিকে তার যে আরে অর্ধেক কৌটা তেল সে খেয়ে ফেলল তাতে কোন ভ্রুক্ষেপ নেই৤ কাদের চেয়ারম্যান বিপুল ভোটে পাশ৤ আর মাঝে মাঝে যে রিলিফ আসত তা তাদেরকে শুনাতই না৤ সব জেলা থেকেই বিক্রি করে ফেলত৤এই হইল গারো কাহিনী৤

বিষয়: বিবিধ

১৪১৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301945
২৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৮:৫১
হতভাগা লিখেছেন : আহারে ! শেরপুরের গারো আদিবাসীদের কি কষ্ট ! বাঙ্গালীরা খালি এদের ঠকায় ।
301952
২৭ জানুয়ারি ২০১৫ সকাল ০৯:৪৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Happy) Happy) Happy
তবে শিরোনাম এর ১ম টা দ্বিতিয়টা হবে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File