তিনটি ঘটনা
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২৭ জানুয়ারি, ২০১৫, ০৫:২৪:২০ সকাল
বিএনপি
আমাদের বাড়ী, শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় গারো পাহাড়, আর নিদারুন প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভূমি নদ-নদী আর খালবিলে চারদিক সুশোভিত এর মধ্যে গারো পাহাড়ের কোল ঘেষে থাকে বিভিন্ন উপজাতি, তার মধ্যে গারোই বেশি আসলে এদের বুদ্ধি-শুদ্ধি তুলনামূলক ভাবে একটু কম অবশ্যই এখন তারা পরাশুনায় মন দিতে শুরু করেছে বেশ শিক্ষিতও হতে চলছে তারা তারা এখন বলে আমরা এখন সিক্ষিত হইছি আগে খইতাম থৈর এখন খই থের(অর্থ্যাৎ আগে বলতাম তৈল এখন বলি তেল) কিন্তু বেশিরভাগই এখনো সহজ সরল, সেই তুলনায় বাঙলা ভাষীরা একুট চালাক বা ধূর্ত প্রকৃতির, নানা ভাবে তারা গারোদের ঠকায় একদিন হল কি জানেন?
এক বাঙ্গালী এক গারোর বাড়ী হানা দেয়, তার পরে তার কাজ কাম সেরে চলে আসে পরে গারোর চেচামেচি শুনে, পাশের বাড়ীর আরেক বাঙ্গালী সেখানে গেল আর জিজ্ঞেস করল, ঘটনা কিরে গারো?
গারো বলল, ঘটনা হইছে… এক বাঙ্গালী হামার ঘরে ঢুকল
-তারপর..?
-তারপর আস্তে আস্তে আমার বিছানার দিকে গেল
-পরে..?
-পরে আমার বিছানার কাছে যেয়ে মশারী তুলে ঢুকে পড়ল
-পরে..?
-পরে আমার বউয়ের সাথে … কাম কাজ করে চলে গেল
-তু্ই কিছু বললি না?
-বলছি
-কি বলছিস?
-যখন কাম-কাজ করে চলে যায় তখন বলছি,
আরে সালা বাড়ীতে কি তর বহুউ নাই রে?
2
আওয়ামী লীগ
আপনারা জানেন যে, গারোদের একটু বুদ্ধি-শুদ্ধি কম
এক দিন হল কি এক বাঙ্গালী, আরেক গারোর বাড়ীতে যেয়ে কাঠাল চুরি করলযেই না চুরি করতে গেল আর অমনি গারোদের হাতে ধরা খেয়ে গেল কোমরে দড়ি দিয়া বাইন্ধা বাঙ্গালীরে নিয়ে গেল গারোদের সর্দারের কাছে আর বলল,
-সর্দার, এই বাঙ্গালী সালা হামার গাছের কাঠাল চুরি করছে, আমি সালাকে ধরে ফেলেছি এখন তুই এর বিচার কর
-সর্দার বলল
-ওই বাঙ্গালী, তুই ওর গাছের কাঠাল চুরি করলি কেন?
বাঙ্গালী কোন উপায় না দেখে বলল,
-আমার ভুল হয়ে গেছে সর্দার, আমারে মাফ করে দে
-সর্দার বলল,
তুই মাফ চাইলি মাফ করে দিলামতয় কাঠাল চুরি করলি কেন বল হামারে
বাঙ্গালী বলল আমারে মাফ করে দে সর্দার
সর্দার আবার বলল,
-আচ্ছা তুই মাফ চাইলি মাফ করে দিলাম তয় কাঠাল চুরি করলি কেন?
m/জামায়াত
নালিতাবাড়ী উপজেলার ’বাঘবেড় কলস পাড়’ ইউনিয়নের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের দীর্ঘদিন চেয়ারম্যান ছিলেন গারোদের ভোট পেত একচেটিয়া কাদের চেয়ারম্যান ছাড়া আর কাউকেই তারা ভোট দিত না কেউ তার ধারে কাছেই ঘেষতে পারত না কাদের চেয়ারম্যান গারোদের কাছে ছিল দেবতা সমতুল্য কারণটা হইল, আপনার জানেন গারোরা একটু বোকা-সোকা এই ধরেন গারোরা বাজারে এল আর আপনার কাছ থেকে বেগুন কিনবে, আপনি অন্যদের কাছে বেগুন বিক্রি করছেন ৫টাকা কেজি গারো দেখেই আপনি বললেন ৬টাকা , তাতে কোন অসুবিধা নেই তবে মাপের পরে তাকে তার নিজ হাত দিয়ে আর একটা বেগুন বেশি নিতে দিতে হবে আর তাতেই গারো বেজায় খুশি আরে বাঙ্গালী বহুত ভাল লোক একটা বেগুন বেশি নিয়ে আসলাম তাও কিছু বললনা কিন্তু আপনি দাম যে ৬টাকা নিলেন তাতে কিছু অসুবিধা নেই
ঠিক কাদের চেয়ারম্যান যখন গারোদের গম বা চাউল দিতেন তখন এই ভাবেই দিতেন একবার হল কি ? সয়াবিন তেল আসল মাথা পিছু ২কৌটা করে এটা খবর হলে সব গারো দলে দলে আসতে শুরু করল আর বলতে লাগল, ঐ চেয়ারম্যান থের নাকি আসছে কই থের (তেল) দে চেয়ারম্যান সাহেব বললেন যা গুদামে আছে নিয়ে নে গারো বলল কতটুকু থের নিব চেয়ারম্যান সাহেব বললেন ১কৌটা আসলে কিন্তু পাবে ২কৌটা কিন্তু ঐ যে গারো নিজের হাত দিয়ে একটু বেশি নিবে, গারো করল কি দেড় কৌটা নিয়ে গেল আর বলল চেয়ারম্যান দেড় কৌটা নিলাম
-আচ্ছা নিয়ে যা
রাস্তা দিয়ে গারো যায় আর কয়, কাদের চেয়ারম্যানরে ভোট দিতাম না কারে ভোট দিতাম, এক কৌটার জায়গায় দেড় কৌটা নিয়ে গেলাম তাও কিছু কইল না আর এদিকে তার যে আরে অর্ধেক কৌটা তেল সে খেয়ে ফেলল তাতে কোন ভ্রুক্ষেপ নেই কাদের চেয়ারম্যান বিপুল ভোটে পাশ আর মাঝে মাঝে যে রিলিফ আসত তা তাদেরকে শুনাতই না সব জেলা থেকেই বিক্রি করে ফেলতএই হইল গারো কাহিনী
বিষয়: বিবিধ
১৪১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তবে শিরোনাম এর ১ম টা দ্বিতিয়টা হবে!
মন্তব্য করতে লগইন করুন