এই কই যাস……?
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ০১ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:৫৩:৩৪ সকাল
(জনাব মখা আলমগীর , দীপুমণি আর মতিয়া চৌধুরী সহ আওয়ামী লীগের কর্মীদের উৎসর্গ)
এক জন সাধু অনেক দিন যাবৎ ধ্যান করে করে অনেক আধ্যাতিক কিছু অর্জন করে ফেলেছে
ফলে সে ঈশ্বরের কাছে যা চায়, তাই পায় এক দিন তার মনে হল সে নারী সম্ভোগ করবে সে ঈশ্বরের কাছে বলল, আমি নারী সম্ভোগ করতে চাই
ঈশ্বর বললেন আচ্ছা অমনি এক জন নারী তার কাছে চলে আসল আর সাধু বাবা নারী সম্ভোগ করলেন নারীর সহচার্য পেয়ে সাধুর মাথা হইল খারাপ কয় যে, আরে বাবা এর মধ্যে এত সুখ? দুনিয়ার সব সুখইত এই খানে তয় যদি লিঙ্গ দুইটি থাকত তবে কতই না সুখ পাইতাম
তৎক্ষনাত সাধু বাবাজী ঈশ্বরের কাছে বলল, আমি লিঙ্গ চাই দুইটি
ঈশ্বর বললেন দুইটি লিঙ্গ দিয়ে তুমি কি করবে? সাধু বাবাজী বললেন এক লিঙ্গের যদি এত সুখ তবে দুই লিঙ্গের সুখ না জানি কত এই জন্য
ঈশ্বর বললেন আচ্ছা তুমি লিঙ্গ দুইটি পাইবে?
সাধু বাবাজী মহাখুশী, সে দুই লিঙ্গ দিয়ে সম্ভোগ করে যার পর নাই খুশী
এইবার সে ঈশ্বরের কাছে যেয়ে বলল যে, তার চার টি লিঙ্গ দরকার ঈশ্বর তাকে চারটি লিঙ্গ দিল এই ভাবে……… ১০০টি
সাধু বাবা ১০০টি লিঙ্গ দিয়ে নারী সম্ভোগ করে যা আনন্দ পাইল তা আর বলার নাই
মহা আনন্দে সাধু বাবা তার আস্তানার দিকে রওনা হইল পিছন থেকে ঈশ্বর তাকে ডাক দিলেন
ও হে সাধু? কোথায় যাও?
সাধু বললেন আমার আস্তানায়
আচ্ছা, তবে একটা জিনিস তোমার রয়ে গেছে সেটা নিবে না? সাধু বলল কি সেই জিনিস?
ঈশ্বর বললেন, যদি প্রত্যেকটা লিঙ্গের দুইটা করে বিচি থাকে তবে ১০০টি লিঙ্গের কয়টা বিচি?
সাধু বাবা বললেন কেন ২০০টি
ঈশ্বর বললেন, তবে তুমি যে ১০০টি লিঙ্গ দিয়ে নারী সম্ভোগ করলে তার যে ২০০টি বিচি আছে তার ওজন নিবেনা? এইবার ২০০টি বিচির ওজন কাধে করে নিয়ে যাও
ওরে বাবারে বাবা..............। ১০০টির আরাম এইবার আমার হুগা দিয়ে ..............।
বিষয়: বিবিধ
১৮৯৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন