আলেখ্য
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২০ জুলাই, ২০১৪, ০৭:৫৯:২৬ সকাল
সখী মোর আশ্বিনী ফুল
দিয়েছিলে অঙ্কিনী দোল,
মুগ্ধ দুয়ারে এনেছিলে তুমি
আনন্দ স্বপ্নের অবিনাশী ফুল
আবার তুমিই চলে গেলে?
আমায় নিঃসঙ্গতায় ফেলে
তবে নাইটি কুইনের মত
কেন এসেছিলে?
হৃদয় বিহারে তুমার
খুলে ছিল দুয়ার
রজনী গন্ধা যত
আবার কেন বন্ধ হল?
লজ্জাবতীর মত?
এখন,
আমার যত পাঁপড়ি গুলো
পড়ছে ঝড়ে গোলাপ ফুল
ফুটবে না তো অন্ধকারে
আছে যত জুঁই বকুল
২৪-০৭-১৯৯৪ইং
বিষয়: সাহিত্য
১২৭১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন