বালে বালে ঘষা
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ১৮ জুলাই, ২০১৪, ০৯:৪২:৪৫ সকাল
ভুল বুঝবেন না জনাব পাঠকবৃন্দ ঘটনাটা বলছি, আগে শুনুন তার পরে বুঝতে পারবেন
এই ছুটিতে বেড়াতে গিয়েছি আমার মামাত বোনের শ্বশুর বাড়ী, সঙ্গে ছিল আমার মামাত ভাই জনাব শেখ মুহাম্মদ আবদুল্লাহ আল-মুতাসিম বিল্লাহ তারেক মোমেনশাহী জেলার ফুলপুর উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের কাশিগঞ্জবাজারে নিবিড় পল্লী আর কি যে সুন্দর গ্রাম নদীর পাড়ে গ্রাম না দেখলে বিশ্বাস করা যাবে নাআল্লাহর অপার রহমতে অপূর্ব সেই গ্রাম আর মনোরম দৃশ্য গ্রামের পাশের ছোট্ট নদীটির তীরে ছোট ছোট বাড়ী গুলি যেন পটে আঁকা ছবি সারাদিন ঘুরেও ক্লান্তি আসেনা, কি অদ্ভুত কারণে মন সতেজ থাকে মন বলে আরো দুরে যাও, আরো দুরে সারাদিন ঘুরে পড়ন্ত বিকেলে যখন সূর্য মামা তার আপন গন্তব্যে ঢলে পড়ছে তখন আমরা পৌছলাম এক বাড়ীর দহলিজে সুন্দর করে একটা বাশের টং পাতা আছে ওখানটায় গিয়ে বসলাম ঝিরঝির বাতাসে গা এলিয়ে দিতে ইচ্ছে করছে
এমন সময় মাঝ বয়সী একজন আমাদের দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করল,
আপনাদের পরিচয়?
বললাম আমরা শহর থেকে এসেছি বেড়াতে ওই যে, ওই বাড়ী আমার মামাত বোন বিয়ে দিয়েছি
ও আচ্ছা হাজী বাড়ী?
জী
জনাব আমি মুহাম্মদ আলী আকবর অতি সম্প্রতি পেনসিল পাইছি
পেনসিল মানে? মানে হইল পোষ্ট অফিসে চাকরি করতাম এইযে কাশী গঞ্জ বাজারে পোষ্ট অফিস আছেনা, সেইখানে
ও আচ্ছা পেনশন?
ওই একই কথা আমরা গাও গেরামের মানুষ সব কথাত আর ঠিক ভাবে বলতে পারিনা দেখেন জনাব বৃটিশ আমলে এই কাশী গঞ্জ বাজারে কাচারী আছিল আর প্রায় ৬০-৭০ বছর পার হইল কিন্তু এখনো এইখানে কারেন নাই, রাস্তা নাই মনে হয় সুন্দর বনে থাকি
কারেন মানে কারেন্ট মানে বিদ্যুৎ?
ওই একই কথা
কথায় কথায় অনেক আলাপ হল হঠাৎ করেই কিছু দুরে হই চই শুনা গেল আর কিছু লোকজন দৌড়াদৌড়ি করতে লাগল
জিজ্ঞেস করলাম ঘটনা কি জনাব?
জনাব অনেক আক্ষেপের সুরে বলল,
কি আর বলব আপনাদের শেখ হাসিনার বালে বালে ঘষা লাগছে
আমার চক্ষু চড়কগাছ কয়কি ব্যাটা? মুরুব্বী মানুষ এটা কি কইল?
আচ্ছা জনাব খারাপ কথা না বলাই ভাল
খারাপ কথা মানে? দেশে কি এখন বিচার আচার আছে? কোন মান-সম্মান আছে? কোন ভাল-মন্দ বোধ আছে? কোন দয়া-মায়া আছে? এই যে দেখতেছেন পুলা-পান নাক টিপলে দুধ বের হবে এরা করে রাজনীতি! আর ওই যে চেয়ারম্যান, সারা দিনে এক প্যাকেট বিস্কুট খাওয়ায় আর তাতেই লাফালাফি চলছেই চলছে
কিন্তু আপনি যে বললেন ……ঘষা লাগছে
আরে জনাব শুনেন এখনত আর কোন লাজ-লজ্জার ভয় কেউ করে না ওই যে পুলা-পান গুলা দেখলেন না ওরাই নিজেরা নিজেরাই মারা-মারি করছে রাস্তার মাটি ফেলা নিয়ে ওরা সরকারী দল মানে আওয়ামী লীগ মানে Bangladesh Awami league (BAL). বালে বালে মানে, আওয়ামী লীগ আওয়ামী লীগ মারা-মারি বাধছেকারণটা হইল, এইটা আপনার শেখ হাসিনার বাল মানে হাসিনার আওয়ামী লীগ, এটাত সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ নয় সোহরাওয়ার্দীরটা ছিল আওয়ামী মুসলিম লীগ শেখ সাহেবের আওয়ামী লীগও নাই এখন এখন যেটা আছে সেটা হইল শেখ হাসিনা আর ভারতের আওয়ামী লীগ শেখ সাহেব বেচে থাকলেও তিনিও শরম পাইতেন শেখ হাসিনার কাজ কাম দেখে আসলে কি জানেন মানুষ হইছে গিয়া খারাপ, এদের মনুষ্যত্ব নষ্ট হইছে ভাল-মন্দ বুঝার ক্ষমতা এরা নিজেরাই শেষ করছে
কয় দিন আগেত এলাকার লোক জন শেখ হাসিনার বালে আগুন ধরিয়ে দিয়েছিল
কিভাবে?
ওই যে চেয়ারম্যান নূর আলম কঠিন বদমায়েশ ভাইসাব হেন কাজ নাই যে সে করেনা চোরা কারবারী হইতে শুরু করে মাদক ব্যবসা সবই করে সরকারী দলের লোক বইলা আর বালের অফিসও ছিল তার বাড়ীতে তাই মানুষ ক্ষেপে গিয়ে দিল আগুন জ্বালাইয়া আওয়ামী লীগের অফিসে মাশাল্লাহ পুইড়া মুটামুটি ছাইশেখ হাসিনার আওয়ামী লীগের অফিসে মানেই শেখ হাসিনার বালে বুঝতে পারছেন জনাব? না বুঝনেরত কিছু কই নাই খুবই সহজ কথা
আমরাত গাও গেনামের লোক দেশের খবরা-খবর অত রাখতে পারিনা মাঝে মাঝে খবরের কাগজ আনে মোজা মিয়া আর রেডুর খবর শুনি মাঝে মাঝে টেলিভিশন দেখি মেরামত দুরু কেরামত মিয়ার বাড়ীতে তার মধ্যে আবার ব্যাটারীর চার্জ এক দিন থাকেত তিন দিন থাকে না মেরামত মিয়া কয়কি জানেন?
কি কয়?
কয় যে, কালকে খবরে নাকি দেখাইছে শেখ হাসিনা বন থেকে বিমান যোগে হেগে আসছে চিন্তা করেন শেখের বেটি কত ভাবে আর দেশ টারে খাইব? বিমান যোগে হাগতে যাইতে হয়? আহারে দেশ
আমি বললাম জনাব শুনেন ঘটনা হইল শেখ হাসিনা জার্মানীর বন শহর থেকে বিমান যোগে নেদারল্যান্ডের রাজধানী হেগে আসছেন
তাই নাকি?
ও আইচ্ছা? আমরা মুর্খ লোক
আমাদের যা বুঝায় তাই বুঝি
খাই আন্ডা কয় ডিম ভাজি
বিষয়: বিবিধ
২৪৫১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন