মা’র কাছে চিঠি
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ১৫ জুলাই, ২০১৪, ০৫:৪৮:৫৯ সকাল
মা, মাগো, মা আমার
কত দিন তোমাকে দেখিনামনে হয় বিশাল পৃথিবী তবুও জনশূন্য এত শূন্যতার মাঝে কি বাস করা যায়?
সকাল হলে কেউ ডাকে না- এই উঠ, হাত মুখ ধুয়ে নাস্তা খাবি, আমার কাছে মনে হয় পৃথিবীর তাবৎ শান্তি আমি ফেলে এসেছি তোমার কোলে আসতে বড় ইচেছ হয়- তোমাকে দেখতে কিন্তু কি করে আসি মা? আমার চার পাশে অজস্র চিৎকারে কান স্তব্ধ হয়ে যাচ্ছে
এই সভ্যতার যুগেও এক মুঠো ভাতের জন্য থালা বাড়ায়-চোখ দুটো বড় বড় করে বলে, চাইড্ডা ভাত দিবাইন? এক টুকরো কাপড়, একটু আশ্রয়ও নেই মানুষ নাম নিয়ে এদের সহ আমরা হাস্যকর নই কি মা?
কি জবাব দেব? যিনি আকাশের মালিক তার কাছে? চেচনিয়ার আমার সেই বোন, কাশ্মীরের সেই ভাই, ফিলিস্তিনের সেই আত্নীয়দের নির্যাতনের,সেই দুঃখের ভাগ যদি না নেই তবে কি আমরা মানুষের কাতারে থাকব? আর মানুষের কাতারে না থাকলে আরশের ছায়া কি করে পাব? আমি যে সর্বভুক আগুনের ভয় করি, ভয়ানক ভয়
যেখানে এত দুঃখ সেখানে কি বাস করা যায়? যায় না বলেই আমি শামিল হয়েছি সাইয়েদ কুতুবের দলে আমি যদি শহীদ হই, বেহেশতে যাওয়ার আগে অনন্তসত্বাকে বলব, আমার মা কোথায়?
তুমি তখন জান্নাতের দরজায় দাড়িয়ে হাত বাড়িয়ে বলবে এইত আমি বাবা আমি এখানে
মাছ ছাড়া নদীতে আমি থাকবনা মা তুমি তখন বিশাল নদী থেকে বৌ মাছ, কাজলী, পাবদা আরও কত কি এনে দিবে তুমি যখন নামাজে দাড়াতে তখন মনে হত মহান আল্লাহর কাছে থেকে আমাদের জন্য তবারক এনে দিবে যখন কোরআন পড়তে তখন মনে হত জান্নাতের গানে ভরপুর আমাদের ঘর
এত শান্তি-প্রশান্তি আর কোথাও নেই তোমার অঞ্জলী ভরা এত মায়া মমতা এত স্নেহ, এই জন্যইত তুমি আমাদের মা25.03.95
বিষয়: বিবিধ
১৩৫৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
এত শান্তি-প্রশান্তি আর কোথাও নেই তোমার অঞ্জলী ভরা এত মায়া মমতা এত স্নেহ, এই জন্যইত তুমি আমাদের মা। হূদয়স্পর্শী লেখা। জাজাক অাল্লাহ খায়ের।
মন্তব্য করতে লগইন করুন