হাসিনা বু’র একটি দুর্লভ সংগ্রহ
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ০২ জানুয়ারি, ২০১৪, ০৭:৩৭:৪১ সকাল
হাসিনা বু আমার দুই বছরের বড় কিন্তু ছাত্রী ছিল মাশাল্লাহ সেই রকম তুখ্খার পঞ্চম শ্রেণীতে দুইবার ফেল করেছিল কিন্তু হলে কি হবে? মজিবর কাহা’র পুরি মজি কাহা অইল অনেক বড় নেতা তার পুরিরে প্রমোশন না দিয়ে পারে এমন সাধ্য কার ? দুইবার ফেল করাতে হাসিনা বু আমাদের ক্লাশমেট হয়ে গেল হাসিনা বু’র মা, মানে আমাদের চাচী একবার কইল হাসুরে বৃত্তি দেওয়াবে, সেই জন্য সে কি পড়া শুনা সারারাত জেগে কুদ্দুস ভাইকে খালি চিঠি লিখত যাতে এক পাতার মধ্যে বানান ভুল থাকত দেড় হাজার
একবার মজিবর আর ইলিয়াস হাসিনা বু’কে বিয়ে করবে বলে দুই জনে সে কি মারা-মারি ইলিয়াস কয় হাসিনারে আমি বিয়া করমু আর মজিবর কয় আমি পরে জগলু দৌড়ে গিয়ে হেড স্যারকে দিল বিচার স্যার মজিবর আর ইলিয়াস মারা-মারি বাজাইসে
কেন? স্যার জিজ্ঞেস করল , দুইজনেই হাসিনা বু’কে বিয়া করবার চায় স্যার শুনে একটা বেত নিয়ে এসে এমন মাইর দিল তর বাপেই ত এখনো বিয়া কইরা সারে নাই তুই বিয়া করবার চাস?
যাই হোক হাসিনা বু বৃত্তি দিব বইলা স্কুলে বিশেষ যত্ন আর বার্ষিক পরীক্ষায় রচনা লেখল গরু সম্পর্কে
অনেক দিন পরে মজিবর যখন শিক্ষক হইল সেই স্কুলের, কি ভাবে জানি কোথায় সংরক্ষিত ছিল, সেইখান থেকে হাসিনা বু’র সেই ঐতিহাসিক গরু রচনা বের করে আনল
সম্মানীত পাঠক আপনাদের অবগতির জন্য এইটা দেখানোর ব্যবস্থা করলাম দোয়া কইরেন
(হাসিনার বু’র লেখা গরু রচনার অনুবাদ)
৫নং প্রশ্নের উত্তর
গরু রচনা
গরু একটি উপকারী প্রাণী গরুর ৪টি পা থাকায় কোন হাত নাই গরুর ২টি চোখ ১টি নাক ২টি কান কিছু দাত একটি গাল এবং লেজের আগায় ও নাকে কিছু চুল আছে গরুর মাথা থেকে সব গরুর গোসত, পাছার গোসত একটু দামী, রানের মাংস বেশী দামী, ও বুকের মাংস কম দামী হয় গরু সাধারনত তিন প্রকার হয় বিবিন্ন গরু বেশী গরম হয় বলে নাকে নাকাল লাগাতে হয় বলদ গরু শানত হয় আর গাই গরু শুধু গরুর বাইচ্চা জন্ম দেয় গাই গরু সাধারনত মেয়ে গরু হয় গরুর গোবর এবং পেশাব জমিকে উর্বর করে গরু লোকসংখ্যা কমাতে সাহাইয্য করে কারণ গরুর গোসত খেয়ে হার্ট এটেক, এসটোরোক ও এলারজি হয়ে মানুষ মারা যায় গরুর রিন আমরা কখনও শোধ করতে পারব না আল্লাহ সব গরকে বেহেশত নসিব করুক
বিষয়: বিবিধ
২০৭৫ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ অনুবাদ কেন ? উনি তো বাংলাতেই লিখেছে আর আপনিও বাংলাতেই দিছেন । অনুবাদ হইল কেমনে ?
কার না কার লেখা হাসুবুর নামে চালাইতাছেন ।
পুরাই ফাউল পোস্ট ।
মন্তব্য করতে লগইন করুন