স্বাগতম হে জাতির আপা
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৩০:২৫ সকাল
উপরের ছবিটি দেখুন জাতির আপা আসছেন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে গরিব জনগণের টাকা দিয়ে আনন্দ ভ্রমন করার জন্য তাই জাতিসংঘ মহাসচিব বলেছিলেন, গরীব দেশের ধনী প্রধান মন্ত্রী পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী এত গুলো লাট বহর নিয়ে আসেন নি ভারতের প্রধানমন্ত্রী এসেছেন মাত্র ১২জন নিয়ে ইরানের প্রেসিডেন্ট এসেছেন মাত্র ৯জন নিয়ে আর আমাদের প্রধান মন্ত্রী এসেছেন ১৪০ জন নিয়ে কি তামাশা? আচ্ছা এ্ই মহিলার লজ্জা কোথায় গেল? আর উনাকে স্বাগতম জানাচ্ছে কে জানেন? নিউইয়র্কের বিশিষ্ট মদ ব্যবসায়ী জনাব মোঃ সাইফুল্লাহ ভুইয়া ছবিটি ঠিক তার মদের দোকানের উপর টানানো যা জ্যামাইকার ১৬৮ষ্ট্রীট এবং হিলসাইড এভ্যুনিউয়ের উপর তিনি হচ্ছেন আউমি লীগের বিশিষ্ট নেতা নিউইয়র্কের যত বাংলাদেশী মদ ব্যবসায়ী আছেন সবাই আউমি লীগের বড় নেতা কি চমৎকার দেখা গেল জাতির আপা সেই মদের দোকানে বিশাল ভাষণ দিবেন আর প্রবাসীদের আতিয়থায় মুগ্ধ হবেন আর প্রবাসীরাও তাকে নিয়ে গর্ববতী হবেন হে বাংলার মানুষ তোমাদের হুঁশ কি কখনো হবেনা? নিজের সৃষ্টির কর্তার কথা কখনো মনে হবেনা?
বিষয়: বিবিধ
১৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন