স্বাগতম হে জাতির আপা

লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ০৬:৩০:২৫ সকাল



উপরের ছবিটি দেখুন৤ জাতির আপা আসছেন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে৤ গরিব জনগণের টাকা দিয়ে আনন্দ ভ্রমন করার জন্য৤ তাই জাতিসংঘ মহাসচিব বলেছিলেন, গরীব দেশের ধনী প্রধান মন্ত্রী৤ পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী এত গুলো লাট বহর নিয়ে আসেন নি৤ ভারতের প্রধানমন্ত্রী এসেছেন মাত্র ১২জন নিয়ে৤ ইরানের প্রেসিডেন্ট এসেছেন মাত্র ৯জন নিয়ে৤ আর আমাদের প্রধান মন্ত্রী এসেছেন ১৪০ জন নিয়ে৤ কি তামাশা? আচ্ছা এ্ই মহিলার লজ্জা কোথায় গেল? আর উনাকে স্বাগতম জানাচ্ছে কে জানেন? নিউইয়র্কের বিশিষ্ট মদ ব্যবসায়ী জনাব মোঃ সাইফুল্লাহ ভুইয়া৤ ছবিটি ঠিক তার মদের দোকানের উপর টানানো৤ যা জ্যামাইকার ১৬৮ষ্ট্রীট এবং হিলসাইড এভ্যুনিউয়ের উপর৤ তিনি হচ্ছেন আউমি লীগের বিশিষ্ট নেতা৤ নিউইয়র্কের যত বাংলাদেশী মদ ব্যবসায়ী আছেন সবাই আউমি লীগের বড় নেতা৤ কি চমৎকার দেখা গেল৤ জাতির আপা সেই মদের দোকানে বিশাল ভাষণ দিবেন৤ আর প্রবাসীদের আতিয়থায় মুগ্ধ হবেন৤ আর প্রবাসীরাও তাকে নিয়ে গর্ববতী হবেন৤ হে বাংলার মানুষ তোমাদের হুঁশ কি কখনো হবেনা? নিজের সৃষ্টির কর্তার কথা কখনো মনে হবেনা?

বিষয়: বিবিধ

১৫৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File