শিক্ষক-৩
লিখেছেন লিখেছেন টাংসু ফকীর ০৫ এপ্রিল, ২০১৩, ০৭:০০:১৮ সকাল
কয়েক মাস হয়, শেষ বর্ষের পরীক্ষা দিয়ে বাসায় বসে আছি| আপাততঃ কোন কাজ নেই চাকুরি-বাকুরির চেষ্টা করছি কয়েক জায়গায় ইন্টারভিউ দিয়েছি বিসিএস পরীক্ষার জন্য সামান্য প্রস্তুতি নেয়ার চেষ্টা করছি এমন সময় পত্রিকায় বিজ্ঞাপন দেখলাম, সরিষাবাড়ী পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কলেজ সেকশনের জন্য বেশ কিছু শিক্ষক নিয়োগ করা হবে সে মতে একদিন মোটর সাইকেল যোগে হাজির হলে, অধ্যক্ষার সাথে আলাপ করে আবেদন পত্র জমা দিলাম নতুন কলেজ, বেতন কিভাবে পাব? আদৌ পাব কিনা? চাকুরী হবে কি না? কত টাকা পয়সা দিতে হবে ম্যানেজিং কমিটিকে? কে জানে? নানা চিন্তা ভাবনা করে সময় কাটাই একদিন কলেজের অফিস সহকারীকে দিয়ে অধ্যক্ষা সাহেবা খবর দিলেন যে, আপাততঃ কয়েকদিন বিনা পয়সায় ক্লাশ নিয়ে দিতে, পরে বাকী সব দেখা যাবে আমি একদিন কলেজে গিয়ে সব শিক্ষকদের সাথে পরিচয় হয়ে আসলাম পরে একদিন গেলাম ক্লাশ নিতে কয়েক দিন ক্লাশ নিলাম কলেজের নিয়ম অনুযায়ী প্রতি মাসের শেষ সপ্তাহে একটি পরীক্ষা নিতে হবে, বিগত ক্লাশের উপর আচ্ছা ঠিক আছে মাসের শেষ সপ্তাহে পরীক্ষা শুরু হল শীতের দিন সকালে পরীক্ষার হলে আমি ডিউটি দিচ্ছি আর সিনিয়র শিক্ষকেরা বারান্দায় চেয়ার পেতে শীতের মিষ্টি রৌদ পোহাচ্ছে আমার সাথে আমাদের সহকারী অধ্যাপিকা, নাজমা আপা কথা বলছেন, ঠিক এমন সময় স্কুল সেকশনের সবচেয়ে প্রবীণ শিক্ষক কালীপদ স্যার আস্তে আস্তে হেটে আসছেন তিনি বাংলা পড়ান আর খুব ভাল গান করেন পরীক্ষা কক্ষের ঠিক মাঝখানে এসে থামলেন আর অবাক হয়ে বললেন কি পরীক্ষা এই সময়ে? আমি বললাম স্যার মেয়েদের মাসিক পরীক্ষা স্যার বিষ্ময়ের সহিত বললেন ও আচ্ছা, মেয়েদের মাসিক তা হলে শুরু হয়ে গেছে
সব মেয়েরা একবার আমার দিকে তাকায় আরেকবার নাজমা আপার দিকে তাকায় আর মুখ নিচু করে টিপ টিপ করে হাসে কি না কে জানে?
বিষয়: বিবিধ
১২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন