যারা ধরম কে বিশ্বাস করেন আর শাহবাগীদের সমরথন করেন তাদের কাছে আমার এই প্রশ্নো......

লিখেছেন লিখেছেন সুরমা পারের মাঝি ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৫০:২৯ রাত

আজ মুরশেদের সেই কথাটি মনেপড়ের বার বার " ভাইয়া আজ আমাদের এমসি কলেজের হো্স্টেল জ্বালিয়েদেওয়া হলো, সাথে আমাদের মুসলমানদের মসজিদ জৃালিয়ে দেওয়া হলো, কোন মুসলমান প্রতিবাদ জানালোনা।" সে দিন আমার কাছে কোন সটিক উওর ছিলোনা,শুধু বলেছিলাম এটি একটি রাজনৈতিক ইস্যূ। আজ মুরশেদের সেই কথাটি রয়েগেল কিন্তূ মুরশেদ আজ আমাদের মাঝে নেই সে কোন রাজনৈতিক দলের নেতা বা কোন করমী ছিল না।তাহলে কেন সে তার জীবন দিয়েগেল আল্লাহর পথে? কারণ সে মুসলমান, সে জানে মুসলমানরা কারো কাছে মাথানত করেনা একমাএ আল্লাহ ছাড়া।...খারাপ লাগে মুসলিম পরিচয় দানকারি আওয়ামীদের জন্য। তুমি কি জানো শাহবাগে কি হচ্ছে? তুমি জানবে কি করে ? তুমিতো আওয়ামীলিগ কর।তুমি মুসলিম নয় তুমি আওয়ামীলিগ।তোমার কাছে মুসলমান পরিচয়ের চেয়ে আওয়ামীলিগ পরিচয় বড়। তাই নিজেকে অনেক কিছু মনেকরতে পার।

কিন্তূ আল্লাহর রাসূল (সHappyকে নাস্তিকরা গালিদেওয়ার পর মুসলমানরা বসে থাকতে পারেনা,কোন মুসলমান তাদেরকে সমরথন জানাতে পারেনা। আমি জানি তুমি জামাত-শিবির কে ভালো পাওনা তাই বলে আমার রাসূল (সঃ) কে কেউ গালিদিবে আর তুমি সমরথন জানাবে, তোমার দল ছাএলীগ দিয়ে আমাদের এমসি কলেজের হোস্টেল এর মসজিদ কে জালিয়ে দিবে আর তুমি বাহ্-বা দিবে । অথচ তোমাদের রাজনৈতিক প্রয়োজনে জামাত-শিবিরদের কে সাথে নিয়ে আন্দোলন কর তখন ভূলে যাও যুদ্দোপরাধী।

আজ আমরা আমাদের জীবন দিয়ে হলে ও আল্লাহর রাসূল(সঃ) এর অপমান কারীদের প্রতিহত করবো ইনশাআল্লাহ।

বিষয়: বিবিধ

১৩৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File