পাকিস্তানি মিলিশিয়া বাহিনী এখন বাংলাদেশে !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০১ এপ্রিল, ২০১৩, ১১:১৮:৪৩ সকাল
পাকিস্তানি মিলিশিয়া বাহিনী এখন বাংলাদেশে !!
'৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে জামাত-শিবিরের ছদ্দ্বাবরণে পাকিস্তানি মিলিশিয়া বাহিনী এখন বাংলাদেশে ঘাঁটি স্থাপন করেছে ! রাজশাহী , খুলনা , বগুড়ার প্রত্যন্ত অঞ্চলে এদের শক্ত অবস্থান ইতিমধ্যেই গোয়েন্দেরা সনাক্ত করেছে ! তাদের বিরুদ্ধে সাড়াশি অভিযান চালাতে গিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যেই প্রচন্ড বাধার সম্মুখীন হয়েছে এবং কিছু মিলিশিয়া এই যুদ্ধে মারা গেছে ৷ এই পাকিস্তানি এজেন্টদের হত্যা করার জন্য সরকারকে সাধুবাদ না জানিয়ে বিরোধী দলের নেতা খালেদা জিয়া উল্টো সরকারকে তিরস্কার করছেন এই হত্যাকান্ডের জন্য ! এই পাকিস্তানি মিলিশিয়ারা রাজশাহীর চাপাই নবাবগঞ্জে বিদ্দুত কেন্দ্র ধ্বংশ করে দিয়েছে , রেল লাইন উপরে ফেলে যোগাযোগ ব্যবস্থা অচল করে দিয়েছে , বাঙালিদের ঘর-বাড়ি জ্বালিয়ে দিয়েছে ! তাই সরকারকে আরো কঠোর হয়ে সেনাবাহিনী নামিয়ে এদের নির্মূল করতে হবে , বিএনপির আমলের OPERATION CLEAN HEART এর মত OPERATION CLEAN PAKISTANI AGENTS এর মত অভিযান চালাতে হবে ! সেই সাথে সরকারকে এখনি পাকিস্তানিদের এই দেশীয় এজেন্ট জামাত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে তাদের অর্থ-সম্পদ বাজেয়াপ্ত করতে হবে , জামাতের "বি টিম" হিসাবে পরিচিত "হেফাজতে ইসলাম" কে ও নিষিদ্ধ করতে হবে !
বিষয়: রাজনীতি
১৫২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন