৷নিজামী- মুজাহিদ কড়চা !!!!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ৩১ মার্চ, ২০১৩, ১২:১৫:২১ রাত
৷নিজামী- মুজাহিদ কড়চা !!!!
নিজামী : আসসালামু আলাইকুম , মুজাহিদ কেমন আছো ? বন্দী হওয়ার পর থেকে
তোমার সাথে তো তেমন কথা-বার্তা হয়নি ৷
মুজাহিদ : ওয়ালাইকুম সালাম লিডার , জেলের অন্ধকার প্রকোষ্ঠে কি ভালো থাকা যায় !
এই দু:স্বহ মানসিক যন্ত্রণা আর ভালো লাগেনা ৷ মাঝে মাঝে ভাবি ৭১ এ পরাজিত হওয়ার পর
দূর বিদেশে পালিয়ে ভালই ছিলাম , ৭৫ এ শেখ মুজিবের মৃতুর পর হুট করে এই দেশে চলে আশা
উচিত হয়নি ৷এখন দেখছি ৭৫ এর পট পরিবর্তন আমাদের জন্য বুমেরাং হয়ে গেছে !
নিজামী : তুমি ঠিকই বলেছ ৷৭৫ এ শেখ মুজিবকে যদি এভাবে হত্যা করা না হতো , তা হলেতো আমাদের
বাংলাদেশে ফিরে আসতে হতো না ! চৌধুরী মইনুদ্দিন , আশরাফ উজ্জামান্দের মত বিদেশে বিলাসবহুল
জীবন যাপন করে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম ৷ যত নষ্টের মূল আমাদের বড় হুজুর , উনি
"পূর্ব পাকিস্তান উদ্ধার কমিটি " করে আমাদের ভুল পথে নিয়ে গিয়েছিলেন ৷
মুজাহিদ : ঠিক ই বলেছেন , উনার ভুলের মাসুল এখন জেলে বন্দী হয়ে আমাদের সদল বলে দিতে হচ্ছে ৷এই লজ্জা অপমানে
আজ আমরা জর্জরিত ! মাঝে মাঝে ভাবি পাকিস্তানিদের পদলেহন করতে যেয়ে যে ভাবে অগনিত নিরীহ বাঙালিদের
হত্যা করেছিলাম , সর্বশক্তিমান আল্লাহ তায়ালা বুঝি আজ তার ই শাস্তি দিচ্ছেন !
নিজামী : শেখ মুজিবকে হত্যা করার পর আমরা কি আনন্দ না করেছিলাম , ভেবেছিলাম বাংলাদেশ আবার পাকিস্তান হয়ে যাবে ৷
অনেক রঙিন স্বপ্ন দেখেছিলাম , এখন দেখছি "পাপ বাপকেও ছাড়েনা"! কি গেরা কোলেই না পরেছি এখন ! এর থেকে বাচার কোনো
উপায় দেখছি না ৷শেখ মুজিব বেচে থাকলে হাতে পায়ে ধরে হয়তো ক্ষমা-টমা পেয়ে যেতাম ৷কিন্তু উনার কন্যা হাসিনা বড় কঠিন !
এবার আর রক্ষা নেই , আল্লাহ তায়ালা এত ঘাত-প্রতিঘাতের মাঝে হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন আমাদের পাপের কঠিন শাস্তি দেওয়ার
জন্য ৷দেখো , খুনি মুশতাক আর তার সহচর রা আজ ইতিহাসের আস্তাকুড়ে ! তাদের কবরে আজ কাক-পক্ষী পর্যন্ত যায় না , মানুষ তো
দুরের কথা ! এখন দেখছি পচাত্তরের পট পরিবর্তন ছিল আমাদের জন্য এক অভিশাপ , নেতা কর্মী সমর্থকদের বলে দিও ১৫ আগস্ট নিয়ে কেও
যেন আর উল্লাস না করে ৷আজ জেলের অন্ধকার প্রকোষ্টে মৃতুর মুখোমুখি হয়ে অকপটে স্বীকার করে নিচ্ছি যে "মৃত মুজিব , জীবিত মুজিবের চেয়ে
শক্তিশালী" ৷
l
বিষয়: রাজনীতি
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন