খালেদা জিয়া , এ ভাবে স্বৃতিসৌধ আর জিয়ার মাজারকে আর কলংকিত করবেন না !!!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৭ মার্চ, ২০১৩, ০২:৫৮:৫৬ রাত

খালেদা জিয়া , এ ভাবে স্বৃতিসৌধ আর জিয়ার মাজারকে আর কলংকিত করবেন না !!!

সারা জাতি যেখানে মহান স্বাধীনতা দিবসকে আনন্দ উত্সবের মাঝে উদযাপন করছে , সেখানে খালেদা জিয়া জালাও -পোড়াও , তান্ডবের মাঝে মহান দিবসকে করলেন কলংকিত ! ছি : ছি : এই লজ্জা রাখবো কোথায় ! '৭১ এর এই দিনে হানাদার পাক বাহিনী এ ভাবেই চারিদিকে আগুন দিয়ে ঢাকা শহর এবং তার আসে পাশে কয়েক হাজার বাঙালি হত্যা করেছিলো ! এ থেকেই প্রমানিত হয় খালেদা জিয়া , জামাত-শিবিরের মতো বাংলাদেশকে মনে প্রাণে এখনো মেনে নিতে পারেন নি , তার অন্তরে গেথে রয়েছে "লাল-সবুজের পরিবর্তে চাঁদ -তারা" ! মহান স্বাধীনতা দিবসকে কলংকিত করেই উনি ক্ষান্ত হন নি , টানা হরতাল দিয়ে প্রয়াত স্বামীকেও করেছেন ভুলন্ঠিত ! বঙ্গবন্ধুর পক্ষে জিয়া কালুরঘাট অস্থায়ী বেতার কেন্দ্র থেকে ২৭ মার্চ স্বাধীনতার ঘোষণা পাঠ করেছিলেন আর সেই ২৭ মার্চেই খালেদা নির্লজ্জের মত যুদ্ধাপরাধীদের বাঁচাতে হরতালের ডাক দিলেন ! আসলে খালেদা জিয়া "পরকিয়ার" ফাঁদে পরে জিয়াকে কখনো অন্তর দিয়ে ভালবাসেন নি, আর তাই জিয়ার শত অনুরোধ সত্তেও স্বামীর সাথে ভারতে না যেয়ে ঢাকা সেনানিবাসে চলে এসেছিলেন প্রেমিকের টানে ! স্বাধীনতার পর বঙ্গবন্ধুর হস্তক্ষেপেই জিয়া খালেদাকে ঘরে তুলে নিতে বাধ্য হয়েছিলেন আর সেই "অকৃতজ্ঞ" খালেদা কিনা তার ই প্রতিদান দিচ্ছেন বঙ্গবন্ধুর শাহাদাত দিবসকে কলংকিত করে ! তাই খালেদা জিয়ার প্রতি অনুরোধ ইচ্ছার বিরুদ্ধে জাতীয় দিবসগুলোতে স্বৃতি-সৌধে যেয়ে ত্রিশ লক্ষ বিদেহী আত্বাকে আর কষ্ট দিবেন না, আর সেই সাথে জিয়ার মাজারে যেয়েও জিয়াকে অপমানিত করবেন না ! "বন্যরা যেমন বনে সুন্দর , তেমনি আপনাকে আপনার মাতৃভূমি পাকিস্তানেই মানায় " , যেখানে অন্তিম সজ্জায় শায়িত আছে আপনার "মনের মানুষ "! (হয়তো আর একজন একটু কষ্ট পাবে ! অসুবিধা নাই , সে সৌদিতে যেয়ে আপনার সাথে ঠিক ই সঙ্গ দিবে পবিত্র স্থান দর্শনে )!

জয় বাংলা ৷

বিষয়: রাজনীতি

১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File