প্রজন্মচত্তর এবং আমাদের ক্রিকেট দল !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৩ মার্চ, ২০১৩, ০৩:১৩:০৩ রাত
প্রজন্মচত্তর এবং আমাদের ক্রিকেট দল !!
সাবাস , বাংলাদেশ ক্রিকেট দল ! "ক্রিকেট বিশ্ব অবাক তাকিয়ে রয় , জ্বলে পুরে মরে ছারখার , তবু মাথা নোয়াবার নয়" ! শক্তিশালী শ্রীলংকার সাথে অপূর্ব ক্রিকেট খেলে জাতিকে করেছ ধন্য আর সমালোচকদের মুখে দিয়েছো কালিমা ! যেই "গল " স্টেডিয়াম সুনামির তান্ডবলীলায় লন্ড -ভন্ড হয়ে গিয়েছিল , আজ কয়েক বছর পর বাংলার দামাল ছেলেদের "রানের বন্যায়" ভেসে গেলো সেই মাঠ ! শ্রীলংকা সফরে এর আগে ড্র তো দুরের কথা , সবগুলো টেস্ট বাংলাদেশ হেরেছিলো শোচনীয় ভাবে ! এবার ছিলো রেকর্ডের সমাহার , তিন তিনটে সেঞ্চুরি তার উপর একটা আবার ডাবল , শ্রীলংকার রান টপকে এক ইনিংসে সর্বাধিক ৬৩৮ , সত্যিই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকে করেছে চমকিত ! এই সাফল্যের পিছনে একটা অনুপ্রেরণার কথা কিন্তু অনেকেই ভুলে গেছেন ! তা হলো "শাহবাগ নতুন প্রজন্মের " অনুপ্রেরণা ! শাহবাগের গণজাগরণে যখন সারা দেশ উদ্বেলিত , প্রজন্ম চত্তর যখন লোকে লোকারণ্য , ঠিক তখনি বাংলার তরুণ দামাল ক্রিকেটাররা সদলবলে গণজাগরণ মঞ্চে একাত্ততা ঘোষণা করেছিলো ৷ সেটাই এবার শ্রীলংকা সফরে টনিকের মত কাজ করেছে ! প্রজন্মের দিতীয় মুক্তিযুদ্ধ জাতিকে করবে "কলঙ্কমুক্ত" আর সেই কলংকমুক্তের উদ্দীপনায় উদ্দীপিত হয়ে "টাইগার" ক্রিকেটাররা জাতির জন্য বয়ে আনবে আরো চমক , জাতিকে করবে আলোকিত !
জয় বাংলা ৷
বিষয়: Contest_mother
১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন