আজ যদি বঙ্গবন্ধু বেচে থাকতেন !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৬ মার্চ, ২০১৩, ০৪:১৫:১৮ রাত

আজ যদি বঙ্গবন্ধু বেচে থাকতেন , যদি '৭৫ এ পাকিস্তানি এজেন্টদের হাতে নিহত না হতেন , তা হলে আমাদের প্রানপ্রিয় দেশের চেহারাটাই পাল্টে যেতো আজ , স্বাধীনতার চেতনায় দেশ পরিচালিত হয়ে উন্নতির চরম শিখরে থাকতো ৷ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য কোনো মাথা-ব্যথা থাকত না কেননা সেই সময় কারাবন্দী , সাধারণ ক্ষমা বহির্ভূত রাজাকার-আল বদরদের কঠিন শাস্তি হতো ৷ আর গোলাম আজম সহ কুখ্যাত যুদ্ধাপরাধী যারা বিদেশে পালিয়েছিল , তাদের স্থায়ী আবাস বিদেশেই হতো ! আজ বঙ্গবন্ধু বেচে থাকলে জামাতসহ উগ্র ধর্মীয় দলগুলি থাকতো নিষিদ্ধ আর বিএনপি নামে কোনো রাজনৈতিক দল ও থাকতনা দেশে ! জিয়াউর রহমান একজন সেক্টর কমান্ডার হিসাবে অবসর জীবন যাপন করতেন আর খালেদা জিয়া ও স্বামীর সাথে ঘুরে বেড়াতেন বিভিন্ন অনুষ্ঠানে ! সর্ব-শক্তিমান আল্লাহ-তায়ালার ইচ্ছাতেই সব হয় আর তাই পালিয়ে থাকা গোলাম আজম এবং তার সাথীদের '৭১ এর অপকর্মের জন্য এই দুনিয়াতেই শাস্তি দেওয়ার জন্য "বঙ্গবন্ধুকে" না ফেরার দেশে নিয়ে গেছেন সর্ব-শক্তিমান ! কেননা বঙ্গবন্ধু বেচে থাকলে নরপশুরা এই দেশে ফিরে আসতোনা আর দেশবাসিও তাদের বিচার দেখতো না ! আল্লাহ সুবহানু তায়ালার বিচার সত্যি কঠিন বিচার ! আর তাইতো গোলাম আজমকে এই বুড়ো বয়েসে বাঁচিয়ে রেখেছেন সেই পাপের শাস্তি ভোগ করার !

জয় বাংলা ৷

বিষয়: রাজনীতি

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File