সাইদীকে নিয়ে "নাসায়" তোলপার !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৪ মার্চ, ২০১৩, ০৯:১৮:৫৬ সকাল
সাইদীকে নিয়ে "নাসায়" তোলপার !!
চাদে সাইদীর ছবি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক মহাশূন্য অভিজান্ কেন্দ্র "নাসায়" তোলপার হচ্ছে ! তারা যে কোনো মূল্যে সাইদীকে চান তার উপর গবেষণা করে মহাশূন্যের অনেক অজানা তথ্য আবিষ্কার করার ! এর জন্য তারা বাংলাদেশ সরকারকে বিনা মূল্যে পদ্মা সেতু তৈরী করে দেওয়ার ও প্রস্তাব করেছে বলে জানা যায় ! সাইদীর লাল দাড়ির সাথে মঙ্গল গ্রহের লাল মাটির মিল থাকায় তারা সাইদীকে মঙ্গল গ্রহে পাঠাবার চিন্তা ভাবনা করছে বলে জানা যায় ! তা ছাড়া সাইদীকে গবেষনার কাজে ব্যবহার করার পুরস্কার হিসাবে আগামীতে জামাতকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানোর জন্য যুক্তরাষ্ট্র সরকারের সাথে জোর লবিং করার আশ্বাস দিয়েছে "নাসা" !
এদিকে এই খবর শুনে খালেদা জিয়া ও নাকি নাসার সাথে যোগাযোগ করেছেন গবেষনার জন্য তাকে বিবেচনা করার , কেননা চাদের সেই "রূপকথার চড়কি বুড়ির" সাথে নাকি তার বর্তমান ডাইনি চেহারার দারুন মিল রয়েছে ! এই নিয়ে বর্তমানে বিএনপি আর জামাতের মধ্যে ঠান্ডা লড়াই চলছে !
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন