-আবিদ তুই কই?

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৬ ডিসেম্বর, ২০১৩, ১০:১৫:৪৪ সকাল

-আবিদ তুই কই? --আমি সেগুনবাগিচায়। --কি করস? --পেট্রোল লোড করি। --কুইক কর,টিকাটুলি আছি আমরা তাড়াতাড়ি আয়। --হ মামা আইতাসি। উয়েট কর একটু। এক ঘন্টা পর --কিরে মামা এতক্ষন লাগাইলি? --আরে বেটা বুঝস না? সব জায়গায় তো পুলিশ। --ওকে, বোতল কয়টা আনছস? --দুইটা আছে। --ওকে চলবে। ১৫ মিনিট পর --আবিদ একটা সিএনজি আইতাসে, পজিশনে যা। --হ, তুই বাইক স্টারট দে। --হ্যাঁ , দিতেসি। অতঃপর চোখের পলকে ভস্মীভূত হয়ে গেল একটি সিএনজি। বাইকে উঠে পগারপার। আবিদ আর তার বন্ধু। --কিরে মামা, কেমন দিলাম? --একদম ফাটাফাটি মামা, পারফেক্ট টাইমিং। এমন সময় ফোন এল আবিদের, --আবিদ তুই কই? --জি আম্মা, আমি বাসায় আইতাসি। --বাবারে সর্বনাশ হইয়া গেসে, টিকাটুলির মোড়ে তোর বাবার সিএনজিতে কুত্তার বাচ্চারা পেট্রোল বোমা মারসে, তুই তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে আয়, আমরা সবাই আছি। জলদি আয় বাবা, পারলে হাজার পাঁচেক টাকা নিয়া আসিস...ফোন কেটে গেল...হতভম্ব . . আবিদের মুখে নেমে এলো পাতালপুরীর নিস্তব্ধতা

বিষয়: রাজনীতি

১৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File