আজ সময় এসেছে '৭১ এর মত!!!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৮ নভেম্বর, ২০১৩, ১২:০০:২২ রাত
জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা , জননেত্রী শেখ হাসিনা যে ভাবে কঠোর হস্তে
> যুদ্ধাপরাধীদের বিচার করছেন , দেশকে ক্রমান্বয়ে রাজাকারমুক্ত করছেন , তা এক
> কথায় অতুলনীয় ! বাংলার মুক্তিকামী জনগণ সত্যি সৌভাগ্যবান তার মত একজন
> দেশপ্রেমিক নেতা পেয়ে ! জীবনের ঝুকি নিয়ে অনেকটা '৭১ এর রনাঙ্গনের মত তিনি
> সামনে থেকে আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন ৷ তাই আসুন আমরা
> মুক্তিযুদ্ধের পক্ষের তথা বঙ্গবন্ধুর সৈনিকেরা সরকারের প্রতি আহবান জানাই তারা
> যেন বাংলাদেশ কে নতুন করে স্বাধীন করার সংগ্রামে নেতৃত্ত দেওয়ার জন্য
> জননেত্রী শেখ হাসিনালে "বীর উত্তম" খেতাবে ভুষিত করেন ৷
>
> দেশে আজ '৭১ এর অবস্থা বিরাজ করছে ! রাজাকার-আলবদর সহ পাকিস্তানি এজেন্টরা
> প্রানপ্রিয় মাতৃভূমিকে আবার পাকিস্তানের অঙ্গরাজ্য বানাবার জন্য প্রকাশ্যে
> যুদ্ধ ঘোষণা করেছে , তারা '৭১ এর মত কখনো প্রকাশ্যে কখনো অতর্কিতে
> মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের উপর আক্রমন করে হত্যা করছে ! এদের হাত থেকে পুলিশ
> , রেব , বি জি বি পর্যন্ত রেহাই পাচ্ছেনা ! সরকারের প্রচুর সম্পত্তি এরা
> ইতিমধ্যেই ধংশ
> করেছে ৷
>
> তাই সংগ্রামী সাথীরা , আজ সময় এসেছে '৭১ এর মত এদের মোকাবেলা করা ৷ "'৭১ এর
> হাতিয়ার গর্জে উঠুক আর একবার" এ উদ্বেলিত হয়ে আসুন দলমত নির্বিশেষে এদের উপর
> ঝাপিয়ে পরি এবং আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের অসমাপ্ত কাজ সমাপ্ত করি ৷ এই
> যুদ্ধে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে , তাদেরকে আর্থিকভাবে সাহায্য করার জন্য
> স্বাধীনতা বিরোধীদের সমস্ত সম্পত্তি এখনই বাজেআপ্ত করা হোক ৷ আর এই মহান
> সংগ্রামে যারা শহীদ হচ্ছেন , সাহস এবং বীরত্ব প্রদর্সন করছেন , তাদেরকেও
> বিভিন্ন খেতাবে ভুষিত করা হোক ৷
বিষয়: রাজনীতি
১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন