দলের অংশগ্রহন না ভোট দাতাদের অংশগ্রহন ?
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৭ অক্টোবর, ২০১৩, ১২:৫৮:৫৪ রাত
দলের অংশগ্রহন না ভোট দাতাদের অংশগ্রহন ?
গণতন্ত্রের অর্থ অনুযায়ী একটি দেশের সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ ভোটার অংশগ্রহণ করলে সেটা বৈধ হয় ৷ তাই বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচনে বিএনপি বয়কট করার পরও যদি ৫০% এর বেশি ভোটার নির্বাচনে অংশগ্রহন করে তা হলে সেটা দেশে-বিদেশে এমনিতেই বৈধতা পাবে ৷ তাই এখানে আমাদের প্রধান বিরোধী দল সহ কিছু সুশীল সমাজের "সকল দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন বৈধ হবেনা" যুক্তিটি গণতন্ত্রের অভিধান অনুযায়ী গ্রহণযোগ্য নয় ! আমরা যদি উন্নত বিশ্বের নির্বাচনের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে সেখানে সাধারণ নির্বাচনে সাধারণত ৪০ থেকে ৪৫% ভোটার অংশগ্রহন করে ৷ তাই আমাদের বিরোধী দল , তথাকথিত সুশীল সমাজ , কিছু সাংবাদিক ,মিডিয়ার লোকদের বলব আপনারা আগামী নির্বাচনের বৈধতা হিসাবে "সকল দলের অংশগ্রহনকে না বলে , সংখ্যাগরিষ্ঠ ভোটারের অংশগ্রহনকে বোঝান" ৷
তাই আসুন আমরা চিত্কার করে বলি : বৈধ নির্বাচন বলতে সব দলের অংশগ্রহন নয় ,
সংখ্যাগরিষ্ঠ ভোটারের অংশগ্রহনে বৈধ নির্বাচন হয় ৷
বিষয়: রাজনীতি
১০৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন