তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষতা !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৫ অক্টোবর, ২০১৩, ০৪:২৩:৪০ রাত
তত্ত্বাবধায়ক সরকার এবং নিরপেক্ষতা !!
বিগত তত্ত্বাবধায়ক সরকারগুলো কি আসলেই নিরপেক্ষ ছিল ? বিশেষ করে বিচারপতি লতিফুর রহমানের ২০০১ এর তত্ত্বাবধায়ক সরকারের পর্যালোচনা করলে দেখতে পাই যে তত্ত্বাবধায়কের আদলে তা ছিল কট্টর আওয়ামী লীগ বিরোধী একটি সরকার ৷ যেন মনে হচ্ছিল ক্ষমতায় আছে বিএনপি সরকার এবং তার অধীনেই নির্বাচন হচ্ছে ! কেননা বিচারপতি লতিফুর রহমান বঙ্গভবনে শপথ নেওয়ার পর পরই যে ভাবে প্রশাসনের উচ্চপদ থেকে শুরু করে নিম্নস্তর পর্যন্ত মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের "ও এস ডি" এবং বদলি করে তাদের জায়গায় কট্টর আওয়ামী বিরোধীদের বসিয়ে দিয়েছিলেন , তাতে সেই সরকারকে "বিএনপি" সরকার না বলে আর কি বা বলা যায়? শুধু তাই নয় , সে দিন লতিফুর রহমান বড় গলায় বলেছিলেন যে শপথ নেয়ার আগেই তিনি "হোম ওয়ার্ক" করে এসেছিলেন প্রশাসন কি ভাবে সাজাবেন ! শুধু প্রশাসনই নয় , তার উপদেষ্টা মন্ডলীর বেশির ভাগ সদস্য ছিল কট্টর আওয়ামী বিরোধী বিএনপি সমর্থক ! যদিও তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব ছিল শুধু সুষ্ঠ ভাবে নির্বাচন পর্বটি শেষ করা আর অন্য কিছুতে হস্তক্ষেপ না করা , কিন্তু লতিফুর রহমানের সরকার তার বাইরে অনেক কিছুতেই হস্তক্ষেপ করেছিল ! তাই নির্বাচনে যা হবার তাই হয়েছিল , আগে থেকে ঠিক করা ফলাফল অনুযায়ী আওয়ামী লীগকে ৬৭ টি আসন দেয়া হয়েছিল ! পরে জানা যায় যে এই ফলাফল নিশ্চিত করার পেছনে একটি "দেশী-বিদেশী" চক্রান্ত সক্রিয় ভুমিকা পালন করেছিল ৷ সেবার আর্মি নামিয়ে "আওয়ামী লীগের নিশ্চিত আসনগুলোতে" ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল , ফলে আওয়ামী লীগের ভোটার বিশেষ করে সংখালঘুরা ভোটকেন্দ্রে আসতে পারেনি , তা ছাড়া ভুয়া ভোটারের রাম রাজত্ব কায়েম করা হয়েছিল সেবারের নির্বাচনে ! সেবারের আওয়ামী লীগ সরকার এমন ব্যর্থ সরকার ছিল না যে তাদের এভাবে পরাজয় বরণ করতে হবে ! উপরন্তু সেই সরকার ছিল অনেক দিক দিয়েই সফল ৷ সেই অপকর্মের জন্য আজ দেখুন লতিফুর রহমান এবং গ্যাং কি ভাবে লোকচক্ষুর আড়ালে ইতিহাসের আস্তাকুড়ে নিপতিত হয়েছে !
তাই জনগনের ভোটে নির্বাচিত হয়ে , সফলভাবে দেশ পরিচালনা করে, ঠিক নির্বাচনের পূর্বমুহুর্তে তত্ত্বাবধায়কের নামে বিরোধীদলের নিকট ক্ষমতা হস্তান্তর করে নিশ্চিত পরাজয়ের কোনো মানে হয় না ! তাই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে ৷ বিএনপি ভালো করেই জানে যে সুষ্ঠ নির্বাচন হলে আওয়ামী লীগকে হারানো অসম্ভব , তাই তারা তত্তবধায়কের নামে আর একজন "লতিফুর রহমান" কে খুঁজে বেড়াচ্ছে , যার মাধ্যমে ২০০১ এর মত ষড়যন্ত্র করে আবার ক্ষমতায় আসীন হবে !
কিন্তু বিধি বাম ! এই দিন আর সেই দিন নয় ! বর্তমান সরকার উন্নয়নের যেই জোয়ার ধারা বজায় রেখেছে , তাতে টেকনাফ থেকে তেতুলিয়ায় আজ একটি আওয়াজ , "শেখ হাসিনার সরকার , বার বার দরকার" ৷
জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,
বিষয়: রাজনীতি
১১৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন