বর্ণচোরা বিএনপি-জামাত !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ১১:১৩:৪৩ রাত

বর্ণচোরা বিএনপি-জামাত !!

মেয়র নির্বাচনের ফলাফলকে বিএনপি-জামাত আর তাদের তল্পিবাহক সুশীলসমাজ বলে সরকার পরিবর্তনের ফলাফল !

আবার সেই বিএনপি-জামাত-তল্পিবাহক সুশীল সমাজ অন্য ফোরামে বলে মেয়র বা স্থানীয় সরকার নির্বাচনের ফলাফলে

সরকার পরিবর্তন হয় না !!

বিএনপি আর তার মিত্ররা দাবি করে জিয়া নাকি '৭৫ এর পট পরিবর্তনের পর বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে ! ১৯৭৫ এ বঙ্গবন্ধু ১৮টি রাজনৈতিক দলের সম্মতিতে গঠন করেছিলেন যুগোপযোগী "বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ " , তাই '৭৫ পট পরিবর্তনের পর সেই ১৮টি দলের কর্মকান্ডের মাথ্যমে দেশে বহুদলীয় গণতান্ত্রিক চর্চা অব্যাহত থাকার কথা ৷ অথচ সামরিক শাসক জিয়া '৭৫ এর নভেম্বরে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার পর দীর্ঘ ৪ বছর পর দেশে তথাকথিত বহু দলীয় গণতন্ত্রের চর্চা শুরু করে ! এই ৪ বছর জিয়া ভয় , ক্ষমতা আর টাকার লোভ দেখিয়ে বিভিন্ন দল ভেঙ্গে , "দল ছুটদের " নিয়ে সামরিক ছাওনিতে গঠন করে "বিএনপি" ! আর দলের প্রতিকটিও হাইজ্যাক করা হয় ভাসানী ন্যাপ থেকে ! ক্যান্টনমেনটে বন্দুকের নলে দল গঠন করে জিয়া তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের লেবাসে আসলে "এক দলীয় স্বৈরশাসন" প্রতিষ্ঠার স্বপ্নে মগ্ন ছিলেন ৷ তার অকাল জীবনাবসান না হলে মিসর-লিবিয়া-সিরিয়ার মত বাংলাদেশকেও এক দলীয় স্বৈরশাসকের যাতাকলে নিস্পেসিত হতে হতো ! তাই বিএনপি ও তার মিত্রদের বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার গলাবাজি একটা মিথ্যা প্রচারণা ছাড়া আর কিছু নয় !

বিষয়: রাজনীতি

৯৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File