বিদেশে মন্ত্রীর উপর আক্রমন !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০২:২৭:৪৫ রাত

বিদেশে মন্ত্রীর উপর আক্রমন !!

বাংলাদেশ কেনো , বিশ্বের ইতিহাসে এমন ন্যাক্কারজনক ঘটনা কোথাও ঘটেছে কিনা সন্দেহ ! কিন্তু "যতো অঘটন ঘটানোর পটিউসী" বিএনপি-জামাত-হেফাজত চক্র সেই কাজটি করেছে খোদ সভ্যতার সুতিকাগার যুক্তরাজ্যে ! মুক্তিযুদ্ধের বলিষ্ঠ কন্ঠস্বর , তথ্য মন্ত্রী হাসানুল হক ইনুর উপর পূর্ব লন্ডনে কাপুরুষের মত হামলা করে পালিয়ে গেছে বিএনপি-জামাত সমর্থক কিছু সন্ত্রাসী যুবক ! বেশ কিছুদিন ধরেই কড়া ভাষায় বিএনপি-জামাত -হেফাজত চক্রকে সমালোচনা করে আসছিলেন তথ্য মন্ত্রী, যা চক্রটি সহ্য করতে পারছিলনা ! প্রতিহিংসার অন্তর্জ্বালায় ভুগে দেশেও তারা মাননীয় মন্ত্রীর উপর আক্রমনের চেষ্টা করেছিলো ৷ তারেক জিয়ার নাকের ডগায় এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটায় , অভিযোগের তীর তার দিকেই বেশী ধাবিত হচ্ছে ! তাই দেশপ্রেমিক শান্তিপ্রিয় লোকজন ভাবছেন যে ক্ষমতায় না যেতেই যারা দেশের বাইরে এ ধরনের কান্ড করতে পারে , কোনরকমে ক্ষমতায় আসলে তারা দেশের ভেতরে কি যে লংকা কান্ড ঘটাবে তা আর বলার অপেক্ষা রাখে না ! তাই টেকনাফ থেকে তেতুলিয়ায় সবার কন্ঠে একই আওয়াজ " তারেক জিয়ার হাওয়া ভবন মার্কা সন্ত্রাসী " বাংলার মানুষ আর দেখতে চায়না !!

"নৌকা মার্কায় দিলে ভোট ,

সন্ত্রাসীরা পাবে চোট " !!

বিষয়: রাজনীতি

১০৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File