স্বাবলম্বী ৷
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৩ জুলাই, ২০১৩, ০৩:০৭:৫২ রাত
স্বাবলম্বী ৷
শান্ত নীল্ আকাশ
দুটো চিল উড়ছে ,
কখনো নীচে কখনো উপরে ,
হাওয়ায় ভেসে ভেসে ৷
একই আকাশে চিলের মাঝে ,
দুটো রঙিন ঘুড়ি
যেন লুকোচুরী খেলছে ৷
চিল দুটো নিজেরাই উড়ছে ,
আর ঘুড়ি দুটোকে কেউবা উড়াচ্ছে ৷
এই সমাজেও কিছু মানুষ ,
স্বাধীনভাবে সমহিমায় চলছে ,
আর অন্যদের কেউবা চালাচ্ছে !
বিষয়: সাহিত্য
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন