কিন্তু '৭১ এ এই নরপিশাচরা তো বয়েসের চিন্তা করে কাওকে ছার্ দেয়নি !
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২০ জুলাই, ২০১৩, ০৮:৪৭:০৭ রাত
গোলাম আজমের বয়স চিন্তা করেই নাকি মৃতুদন্ড দেওয়া হয়নি ! কিন্তু '৭১ এ এই নরপিশাচরা তো বয়েসের চিন্তা করে কাওকে ছার্ দেয়নি ! আবাল-বৃদ্ধ-বনিতা কেউ রেহায় পায়নি এদের হাত থেকে , অনেক পরিবারকে দাড় করিয়ে ব্রাশ ফায়ারে "না ফেরার দেশে " পাঠিয়েছিলো এই পাকিস্তানি হায়েনার দল ! আর এখন ওদের বয়সের চিন্তা করে জনগনের পয়সায় "জামাই আদরে" লালন-পালন করছি ! এই লজ্জা রাখি কোথায় ! তাই "যেমন কর্ম তেমন ফলের" মত এদেরকে সপরিবারে শাস্তি দেওয়া হোক ! এদের অঢেল সম্পত্তি বাজেয়াপ্ত করে "যাকাত হিসাবে " বিলিয়ে দেওয়া হোক ! তা হলে এই পবিত্র রমজান মাসে বাংলাদেশের উপর আল্লাহ সুব হানুতায়ালার রহমত বর্ষিত হবে ৷
বুদ্ধিজীবী হত্যার দায়ে মুজাহিদিকে "যেমন কর্ম তেমন ফলের" মতো চোখ বেধে রায়ের বাজারের বধ্য ভূমিতে নিয়ে "ইষ্টক বর্ষণে" প্রাণ দন্ড দেওয়া হোক ! তা হলেই শহীদ বুদ্ধিজীবিদের আত্মা শান্তি পাবে !
"যেমন কর্ম তেমন ফল" এর মত "মিরপুরের কসাই " কাদের মোল্লাকে মিরপুরে স্টেডিয়াম পূর্ণ দর্শকের উপস্থিতিতে ফাসি দেওয়া হোক !
বিষয়: রাজনীতি
৯২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন