তেতুল তত্ত্ব !!!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৪ জুলাই, ২০১৩, ০৬:১৮:৩০ সন্ধ্যা

তেতুল তত্ত্ব !!!

আল্লামা সফির তেতুল তত্তের পর বাজার থেকে তেতুল উধাও ! দাম তিনগুন করার পরেও কাটতি নেই ! এতে তেতুল ব্যবসায়ীদের লাভ হচ্ছে বটে কিন্তু মাথায় হাত "চটপটি আর ফুচকা" বিক্রেতাদের ! চকবাজারে ইফতারের আইটেম থেকে চটপটি আর ফুচকা উধাও ! সারা দেশেই একই অবস্থা ! এদিকে গৃহিনীদের অবস্থা আরো খারাপ , কেননা তেতুলের অভাবে ঈদের জনপ্রিয় আইটেম "চটপটি" এবার থাকবেনা , এতে মেজাজ তাদের "খিটখিটে" হয়ে আছে , স্বামীর আদর সোহাগে তারা আর আগের মতো " তেতুল" হয়ে যাচ্ছেনা ! তেতুলের অভাবে প্রেমের যো য়ারে পরেছে ভাটা ! চটপটি আর ফুচকা ছাড়া "প্রেম-কাননে" প্রেমিক-প্রেমিকাদের নেই আগের মতো আনাগোনা ! এই একটি ব্যাপারে সফি সাহেব ভীষণ খুশি !!

বিষয়: রাজনীতি

১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File