"মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ" কেনো থাকবে ??

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১০ জুলাই, ২০১৩, ০১:০২:৫২ রাত

রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে আবার "মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ" কেনো থাকবে ?? শতকরা একশো ভাগ থাকবে মুক্তিযুদ্ধের পক্ষে , আর সে টাইতো স্বাভাবিক ! দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র বাহিনীর নিকট পরাজিতরা তো আজ ইতিহাসের পাতায় বিলীন হয়ে গেছে ! আজ জার্মানি বা জাপানে তো "মিত্র বাহিনীর পক্ষ-বিপক্ষ" বলে কিছু নেই ! ১৯৭৫ পর্যন্ত বাংলাদেশে ও ছিলো সেই অবস্থা ৷ আমরা সেই বাংলাদেশ কে ফিরে পেতে চাই ৷ অনেকে হয়তো বলবেন যে স্বাধিনতাবিরোধীদের তো ক্ষমা করা হয়েছিলো ! হ্যা , তাদের ক্ষমা করা হয়েছিলো স্বাধীন বাংলাদেশকে মনে-প্রাণে মেনে নিয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধের সাথে একাত্ততা প্রকাশের জন্য ৷ কিন্তু স্বাধীনতা বিরোধীরা তাদের সেই অঙ্গীকার রাখেনি , তারা এখন প্রকাশ্যে মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করছে , স্বাধীনতার মানচিত্রকে খামচে ধরছে ! আজ মুক্তিযুদ্ধের পক্ষে-বিপক্ষে বলে আমরা প্রকান্তরে স্বাধীনতা বিরোধীদের আশকারা দিচ্ছি , মুক্তিযোদ্ধাদের করছি অপমানিত ! তাই ত্রিশ লক্ষ্ নর-নারীর রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশে থাকবে শুধুমাত্র স্বাধীনতার আদর্শে বিশ্বাসীরা ৷

জয় বাংলা

বিষয়: রাজনীতি

১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File