সাধারণ নির্বাচনে বিএনপি কেনো ভোট পাবেনা ??

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৭ জুন, ২০১৩, ০৯:১৮:২৩ রাত

সাধারণ নির্বাচনে বিএনপি কেনো ভোট পাবেনা ??

জামাত-হেফাজত-অন্যান্য ইসলামিক দল : ড : ইউনুসের সাথে বিএনপির সক্ষতা এই দলগুলো ভালো চোখে দেখছেনা ! বিশেষ করে হেফাজতে ইসলাম গ্রামীন ব্যঙ্কের উচ্চ হারের সুদ এবং নারীদের কর্মসংস্থান কে চরম ইসলাম বিরোধী হিসাবে দেখে আসছে ! তাই তারা আগামী নির্বাচনে আওয়ামী লিগ কে ভোট দিবে বলে নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে !

জামাতে ইসলামের মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা ড : ইউনুসকে পছন্দ করে না ৷

মুক্তিযুদ্ধের পক্ষের দল এবং সমর্থক্বৃন্দ : এদের বেশির ভাগ সব সময় আওয়ামী লীগ কে ভোট দিয়ে এসেছে , এবার তাদের সাথে যোগ হবে এতদিন যারা বিএনপিকে সমর্থন দিয়ে এসেছে !

কারণ , মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিবৃন্দ এবার পরিস্কার বুঝতে পেরেছে যে বিএনপি আবার ক্ষমতায় আসলে দেশে মুক্তিযুদ্ধের কোনো স্বৃতি থাকবে না , তালেবান-জঙ্গি রাষ্ট্রে পরিনত হবে বাংলাদেশ ! জাতীয় সঙ্গীত , পতাকা এমনকি দেশের নাম ও বদলে যেতে পারে যদি বিএনপি আবার ক্ষমতায় আসে !

নারী সমাজ : দেশের ভোটারের ৫০% নারী , এতদিন বিএনপি- আওয়ামী লীগ প্রায় সমান সমান ভোট পেয়ে এসেছে কিন্তু এবার পাল্লা আওয়ামী লীগের দিকে বেশি থাকবে বলে বিশ্লেষক রা ভাবছেন ! হেফাজতিদের নারী বিরোধী দফার জন্য নারীরা আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দেবেনা বলে অনেকে মনে করছেন , কেননা বিএনপির সাথে হেফাজতিরা ক্ষমতায় আসলে নারীদের "বোরকা" পরে অন্দরমহলে থাকতে হবে এই শংকা তাদের মাঝে বিরাজ করছে !

শিল্পী-কলাকুশুলিবৃন্দ : হেফাজতিদের ১৩ দফার জন্য নারীদের মতো এদের বেশির ভাগ ভোট আওয়ামী লীগ পাবে বলে জানা গেছে !

সামরিক এবং আধা-সামরিক বাহিনী : ২০০১-২০০৬ এর মতো "হাওয়া ভবন এবং তারেক আতংক" এখনো এদের মাঝে বিরাজ করছে , তাই আওয়ামী লীগের পাল্লা ভারী ! কেননা বিএনপি ক্ষমতায় আসলে সামরিক বাহিনীর পোস্টিং এবং পদন্নোতি তারেকের পুরোপুরি নিয়ন্ত্রণে থাকবে !

ব্যবসায়ী সমাজ : বিএনপি ক্ষমতায় আসলে আবার "হাওয়া ভবন" আসবে , দুর্নীতি বেড়ে যাবে , ১০% এর জায়গা ২০% দখল করবে , রেমিটেন্সে কমে যাবে , এই সব আশংকায় আগামী নির্বাচনে ব্যবসায়ী সমাজ আওয়ামী লীগের সাথে থাকবে বলে সুশীল সমাজ ভাবছেন !

জয় বাংলা , জয় বঙ্গবন্ধু ,

বিষয়: রাজনীতি

১০৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File