প্রানপ্রিয় আওয়ামী লীগ !
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৫ জুন, ২০১৩, ০২:৫৮:৩৫ রাত
প্রানপ্রিয় আওয়ামী লীগ !
আওয়ামী লীগ ,
একটি ইতিহাস , সংগ্রাম আর বিজয়ের নাম ,
৬৪ তম জন্মবার্ষিকীতে তোমাকে জানাই ,
সংগ্রামী শুভেচ্ছা আর লাল সালাম ৷
৭০ এ তোমার অবিশ্বরনীয় বিজয়ে ,
আমরা পেয়েছি লাল-সবুজ পতাকায় ,
আচ্ছাদিত প্রানপ্রিয় স্বাধীন বাংলাদেশ ৷
আর ২০০৮ এর আরেক ঐতিহাসিক
নির্বাচনে , তোমার নিরংকুশ বিজয়ে ,
আপামর জনতা পেতে যাচ্ছে
"রাজাকারমুক্ত" স্বপ্নের নতুন এক বাংলাদেশ !
তোমাকে নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধু হয়েছেন ,
জাতির জনক আর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী ,
আর জাতির জনকের অবর্তমানে ,
তার ই সুযোগ্য কন্যার নেতৃত্তে ,
শির উচু করে দাড়িয়ে আছো তুমি ,
হয়েছো আজ আরো শক্তিশালী ৷
তাই যতদিন রবে পদ্মা-মেঘনা-যমুনা বহমান ,
ততদিন গাইবে বাংলার মানুষ ,
আওয়ামী লীগের জয়গান ৷
বিষয়: রাজনীতি
১০৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন