সাংবাদিক - টোকাই কড়চা !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৯ মে, ২০১৩, ১০:৪৪:২৪ রাত

সাংবাদিক - টোকাই কড়চা !!

প্রভাতের সুর্য উকি মারছে পূব আকাশে , রাজধানীর ব্যস্ততম এলাকা মতিঝিলের শাপলা চত্তর যেনো একটা মৃতপুরী ! সাংবাদিক হিসাবে এসেছি তথ্য সংগ্রহ করতে , পেয়ে গেলাম ১২ বছরের মতো এক টোকাই কে ! তার সাথে আলাপ করে যা পেলাম তা নিম্নরূপ :

সাংবাদিক : তোমার নাম কি ?

টোকাই : আমাগো আবার নাম আছে নি ? সবাই আমাগো টোকাই হিসাবে জানে !

সাংবাদিক : কাল রাতে তুমি কি এই চত্তরে ছিলে ?

টোকাই : ছিলাম না মানে ? দুপুর থিকাই তো আমি এই শাপলা চত্তরে !

সাংবাদিক : বলতো গভীর রাতে কি হয়েছিলো ?

টোকাই : এই খানে আসার পর আমার বয়সী কয়েকটা মাদ্রাসার পোলার লগে খাতির হইয়া যায় , হেগো লগে বইয়া আমি ওয়াজ , নাথ আর মাঝে মাঝে নেতা গো ভাষণ হুনছিলাম ! রাত গভীর হইয়া গেলে চারিদিকে আল্লাহ আল্লাহ জিকির শুরু হইয়া যায় ! হঠাত চারিদিকে বাতি বন্ধ হইয়া গেলে অন্ধকারে জিকির করতে লাগলাম , মাদ্রাসার পোলাগো কইলাম অন্ধকার কইরা ভালই করছে , কারণ জিকির তো অন্ধকার-অল্প আলোতে করে জানি ! কিন্তু হঠাত কইরা গুলির আওয়াজ , আলো আর পুলিশ-রেবের চিত্কারে জিকির ফালাইয়া সবাই দেয় দৌড় ! আর এই কি সেই দৌড় , উল্টাইয়া পইরা আবার কোনো রকমে সোজা হইয়া এইছা দৌড় যে মনে হইছিলো কয়ডা দিন আগে বাংলাদেশ গেমস এ আইলে এরা নির্ঘাত সোনার মেডেল পাইয়া যাইত ! এগো ঈমানের জোর দেইখা আমি হাসুম না কাদুম কিছুই বুঝতে পারি নাই হেই সময় ! হেরা বলে আইছিল ধর্মের লইগা শহীদ হইতে ! ভুয়া গুলির আওয়াজ আর আলোর ঝলকানিতে শয়তানের মত পালাইয়া গেলো হক্কলে !

সাংবাদিক : এদিকে জামাত-বিএনপি বলছে যে হাজার হাজার লোক মারা গেছে পুলিশ-রেবের গুলিতে ! তুমি কি বলো ?

টোকাই : ডাহা মিথ্যা কথা ! পুলিশরে দেখছি যারা পালাইতে গিয়া পইরা গেছিলো , হেগো মাটির থিকা তুইল্লা পানি খাওইয়া পালাইয়া যাওয়ার পথ দেখাইয়া দিতে ! লঞ্চ ডুবলে আর গার্মেন্টসের বিল্ডিং ধৈস্সা পড়লে আমরা দেখছি কেমনে হাজার হাজার আত্তীয় স্বজন লাশের খোজে আইস্যা ভির করে , এই হানে ও তাই হইতো এতক্ষণে !

সাংবাদিক : তোমাকে অনেক ধন্যবাদ ! তোমার মত আমাদের বিরোধী দল , সুশীল সমাজ যদি সত্য কথা বলতো তা হলে দেশ অনেকদুর এগিয়ে যেতো !

বিষয়: রাজনীতি

১৩৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File